• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানি বধূকে তার পদ থেকে বহিষ্কারের দাবি বিজেপি এমপি’র

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৫

পাকিস্তানি বধূ হওয়ায় ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে তেলেঙ্গানা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসিডারের পদ থেকে বহিষ্কার কারার দাবি জানিয়েছেন রাজ্যের বিজেপি দলীয় এমপি রাজ সিং।

তিনি এক ভিডিও বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী কালভাকুন্তলা চন্দ্রশেখর রাও এর কাছে এ দাবি জানান।

রাজ সিং তার বার্তায় বলেন, ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানি জঙ্গিদের সন্ত্রাসী হামলায় কাশ্মীরে ৪০ জন ভারতীয় জোওয়ান নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। আর সানিয়া মির্জা সেই দেশের বধূ হওয়ায় তাকে এই রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসিডার পদেও রাখা যাবে না।

পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের সাঙ্গে ২০১০ সালে বিয়ে হয় সানিয়া মির্জার। ২০১৮ সালের অক্টোবরে এই দম্পতির ঘরে এক ছেলে সন্তানের জন্ম হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শোয়েবের খেলা দেখতে গিয়ে সানিয়ার মির্জার স্লোগানে বিরক্ত সানা
শোয়েব অধ্যায় শেষে নতুন ইঙ্গিত সানিয়ার
শোয়েবের বিয়ের পর প্রথম পোস্টে যে বার্তা দিলেন সাবেক স্ত্রী সানিয়া
শোয়েবের পরকীয়ায় ক্লান্ত সানিয়া!
X
Fresh