• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মাশরাফি আবাহনীতে, আশরাফুল মোহামেডানে

স্পোর্টস ডেস্ক

  ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪১
ছবি- সংগৃহীত

আগামী ৮ মার্চ থেকে শুরু হচ্ছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আজ সোমবার সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে ১২টি ক্লাবের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে অষ্টম ডিপিএলের প্লেয়ার্স ড্রাফট।

লিস্ট 'এ' মর্যাদাপূর্ণ এই লিগে এবার নতুন করে যোগ হয়েছে উত্তরা স্পোর্টিং ক্লাব ও দীর্ঘ আট বছর পর লিগে ফিরেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড আগে থেকেই মাশরাফি বিন মুর্তজার সঙ্গে কথা পাকা করে রেখে দেয় পুরনো দলে। এভাবে সবকটি দলই তিনজন করে প্লেয়ার রিটেইন করে নেয় আগেই। এবারের ডিপিএলের জৌলুশ কিছুটা কমে যাবে বলে শঙ্কা অনেকেরই। কেন না, বিশ্বকাপের প্রস্তুতি আর বিশ্রামের জন্য আগে থেকেই নিজেদের নাম তুলে রাখার আবেদন করেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

লটারি পর্বে প্রথম সুযোগ পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। গতবারের চ্যাম্পিয়ন আবাহনীতে খেলা এনামুল হক বিজয়কে নেয় দলটি। দ্বিতীয়তে সৌম্য সরকারকে দলে টানে শাইনপুকুর। তিন নম্বরে রুবেল হোসেনকে দলে নেয় আবাহনী। ধানমন্ডি শেখ জামাল ক্লাব নিজেদের প্রথম লটারিতে টানে নাসির হোসেনকে। রনি তালুকদারকে নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বিকেএসপি ছয় নম্বরে সুযোগ পেয়ে নিয়েছেন মাহমুদুল হাসান জয়কে। ফজলে মাহমুদ রাব্বীকে দলে নেয় সাত নম্বরে সুযোগ পাওয়া খেলাঘর সমাজকল্যাণ সমিতি।

সাত নম্বরে লটারিতে সুযোগ পায় ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। এই ক্লাবটি দলে টানে আব্দুল মজিদকে। আট নম্বরে লটারিতে সুযোগ আসে নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাবের। তারা দলে ভেড়ায় তানজীদ হাসানকে।

এরপর তাইবুর রহমানকে প্রাইম দোলেশ্বর আর মুমিনুল হককে দলে নেন লিজেন্ডস অব রূপগঞ্জ।

লটারি পর্বের দ্বিতীয় রাউন্ডে জহুরুল ইসলাম অমিকে নেয় আবাহনী লিমিটেড। শেখ জামাল ধানমন্ডি ক্লাব নেয় ইলিয়াস সানিকে। সাইফ হাসাকে দলে নেয় প্রাইম দোলেশ্বর, জাকির আলী অনিককে টানে রূপগঞ্জ। শামসুর রহমান শুভকে দলে ভিরিয়েছে গাজী গ্রুপ। মোহামেডান স্পোর্টিং ক্লাব নিয়েছে পেসার শফিউল ইসলামকে।

এছাড়া অলোক কাপালিকে প্রাইম ব্যাংক, সোহরাওয়ার্দী শুভকে শাইনপুকুর, মোহাম্মদ শরীফউল্লাহকে ব্রাদার্স ইউনিয়ন, মিনহাজ খানকে উত্তরা স্পোর্টিং, মাকিদুল ইসলামকে বিকেএসপি ও মইনুল ইসলামকে দলে নেয় খেলাঘর।

অন্যদিকে অ্যাভেইলেভেল ক্যাটাগরিতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদকে (৩৫ লাখ) দলে নিতে আগ্রহ দেখায়নি কেউ। এই ক্যাটাগরিতে থাকা জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে ২৫ লাখ টাকায় দলে নিয়েছে শাইনপুকুর। নিউজিল্যান্ড সফরে থাকা এই দুই ক্রিকেটাররা ডিপিএলে খেলতে পারবেন ৬ এপ্রিল থেকে।

এছাড়াও সাইফুদ্দিনকে আবাহনী ও লিটন দাসকে দলে নিয়েছে মোহামেডান।

রিটেইন করা ক্রিকেটারদের তালিকা:

আবাহনী লিমিটেড

মাশরাফি বিন মুর্তজা (এ প্লাস)

মোসাদ্দেক হোসেন (এ)

নাজমুল হোসেন শান্ত (এ)।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব

নুরুল হাসান সোহান (এ)

জিয়াউর রহমান (এ)

তানভীর হায়দার (বি প্লাস)

লিজেন্ডস অব রূপগঞ্জ

নাঈম ইসলাম (এ)

আসিফ হাসান (বি)

নাঈম শেখ (বি)

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব

ফরহাদ রেজা (এ)

মার্শাল আইয়ুব (এ)

আরাফাত সানী (বি প্লাস)

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি

রবিউল ইসলাম রবি (বি)

মাহিদুল ইসলাম অঙ্কন (সি)

তানভীর ইসলাম (সি)

গাজী গ্রুপ ক্রিকেটার্স

ইমরুল কায়েস (এ প্লাস)

মেহেদী হাসান (বি প্লাস)

আবু হায়দার রনি (বি প্লাস)

মোহামেডান স্পোর্টিং ক্লাব

রকিবুল হাসান (বি প্লাস)

কাজী অনিক ইসলাম (সি প্লাস)

ইরফান শুক্কুর (বি)

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব

আরিফুল হক (এ)

জাকির হাসান (বি)

মোহাম্মদ আল আমিন (এ)

শাইনপুকুর ক্রিকেট ক্লাব

শুভাগত হোম (এ)

আফিফ হোসেন (বি)

তৌহিদ হৃদয় (সি প্লাস)

ব্রাদার্স ইউনিয়ন

জুনায়েদ সিদ্দিক (বি প্লাস)

মিজানুর রহমান (বি প্লাস)

ইয়াসির আলী (বি প্লাস)।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ জামালকে গুঁড়িয়ে আবাহনীর বিশাল জয়
সোহানের ফিফটিতে দুর্দান্ত জয় শেখ জামালের
মাশরাফীর রূপগঞ্জের ম্যাচে মাঠে আগুন
সাকিবের মাঠে ফেরা নিয়ে যা জানালেন কোচ সোহেল 
X
Fresh