• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘এবারের চ্যাম্পিয়নস লিগের শিরোপা পিএসজির’

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩০

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াই চলছে। প্রথম দিনেই হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। এ ম্যাচে দৃষ্টি ছিল সকলের। স্নায়ুযুদ্ধের ম্যাচের পাশাপাশি ছিল বিশ্বকাপ জয়ী দুই সতীর্থর ম্যাচও।

এমন একটি ম্যাচে কে জয়ী হবে তাই ছিল দেখার। অবশেষে দুর্দান্ত খেলা শেষে ম্যানইউকে ২-০ গোলে পরাজিত করে এগিয়ে গেছে পিএসজি। গোল দুটিতেই অবদান ছিল ম্যানইউয়ের সাবেক খেলোয়াড় ডি মারিয়ার। তার পাস থেকেই গোল দুটি করেন প্রেসেনেল কিম্পেম্বে ও এমবাপ্পে।

কিন্তু ম্যাচটি শুরুর আগে অনেকটা পিছিয়ে ছিল পিএসজি। কারণ দলের দুই সেরা তারকা নেইমার ও কাভানি ইনজুরির কারণে ছিলেন দলের বাইরে। তাই সকলেই ধরে নিয়েছিল এবার বুঝি এখানেই শেষ করতে হচ্ছে চ্যাম্পিয়নস লিগ যাত্রা। কিন্তু সকলের ধারণাকে ভুল প্রমাণিত করেন তরুন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

পুরো ম্যাচে দৃষ্টি কেড়েছেন এমবাপ্পে। তিনি বুঝতেই দেননি যে এ দলে নেইমার ও কাভানি অনুপস্থিত। এ ম্যাচটি স্পেনে বসে দেখেছেন দলের সেরা তারকা নেইমার। বর্তমানে চিকিৎসার জন্য তিনি স্পেনে অবস্থান করছেন।