• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইচ্ছাকৃত হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞার মুখে রামোস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৮

গতরাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর প্রথম লেগে আয়াক্সের মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ম্যাচের শেষ দিকে অ্যাসেনসিওর গোলে জয়ের দেখা পায় গ্যালাকটিকোরা।

ম্যাচ শেষ হয়ে গেলেও এর রেশ থেকে গেছে। অবশ্য এর কারণ রিয়াল অধিনায়ক রামোসের বক্তব্য। যা রিয়ালের জয়কেও ছাপিয়ে গেছে। ম্যাচের একেবারে শেষ দিকে আয়াক্সের ক্যাসপার ডোলবার্গকে ফাউল করে হলুদ কার্ড দেখেন রামোস। সকলে দেখেছিলেন কার্ডটি ফাউলের কারণেই পান তিনি।

কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লসব্ল্যাঙ্কোসদের অধিনায়ক স্বীকার করেন যে, ওই কার্ডটি তিনি ইচ্ছাকৃতই করেছেন যাতে করে রেফারি কর্তৃক হলুদকার্ড পান। কারণ ম্যাচটিতে তখন রিয়াল ২-১ গোলে জয়ের পথেই এগুচ্ছিল।

এই ম্যাচের আগে রামোসের নামের পাশে তিনটি হলুদ কার্ড ছিল। অর্থাৎ আর একটি হলুদ কার্ড পেলেই তিনি এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতেন। যেহেতু ম্যাচে অ্যাসেনসিওর গোলে এগিয়ে থেকে জয়ের পথে ছিল রিয়াল তাই কার্ডের ঝামেলা কোয়ার্টার ফাইনালের আগেই চুকিয়ে ফেলতে চেয়েছিলেন তিনি। সে হিসেব করে রামোস আয়াক্সের ক্যাসপারকে ইচ্ছাকৃত ফাউল করে বসেন। আর সঙ্গে সঙ্গে কার্ড দেখেন।