• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মাহমুদুল্লাহর হাত ধরে দ্বিতীয় উইকেটের পতন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৬

নিউজিল্যান্ডের দুই ওপেনারের শতরানের জুটিতে ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশ দলকে প্রথম সফলতা এনে দেন মেহেদী হাসান মিরাজ। ৮০ বলে ৫৩ রান করা হেনরি নিকোলাসকে ফিরিয়ে দেন তিনি।

ক্যারিয়ারের ৩৭তম হাফসেঞ্চুরি তুলে নেয়া মার্টিন গাপতিলের সঙ্গে ব্যাট করতে নামেন কেন উইলিয়ামসন।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে ম্যাচের ২৮তম ওভারে ব্ল্যাকক্যাপস অধিনায়ককে ফিরিয়ে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ২২ বলে ১১ রান করা উইলিয়ামসন এলবিডব্লিউ ফাঁদে পড়েন। যদিও ভারতীয় আম্পায়ার সেটিকে আউট দিতে নারাজ ছিলেন। তবে রিভিউ নিয়ে উইলিয়ামসনকে মাঠ ছাড়া করেন রিয়াদ।

৩২ ওভার পর্যন্ত ২ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ১৫৩ রান। ৮০ বলে ৮১ রান করে টিকে রয়েছেন গাপতিল। তার সঙ্গে ক্রিজে আছেন ১০ বলে ৬ রান করা রস টেইলর।

এদিন বাংলাদেশ সময় সকালে টস জেতার পর ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৩২ রান করেছে বাংলাদেশ দল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh