• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কিউই পেসে লণ্ডভণ্ড বাংলাদেশের টপ অর্ডার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১৭

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং বির্পযয়ে বাংলাদেশ দল। বুধবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে ব্ল্যাকক্যাপসদের পেস তাণ্ডবে ব্যর্থ হতে হয়েছে সফরকারীদের।

ক্রিজে নেমে দ্বিতীয় ওভারেই ট্রেন্ট বোল্টের বলে উইকেট রক্ষক ল্যাথামের হাতে কাবু হতে হয়েছে তামিম ইকবালকে। ৬ বলে ৫ রান করে ফিরেছেন বাম-হাতি এই ব্যাটসম্যান।

দলীয় ১৯ রানের মাথায় ফিরেন আরেক ওপেনার লিটন দাস। ম্যাট হেনরির বলে বোল্ড হয়ে ৮ বলে ১ রান করে মাঠ ছাড়েন তিনি।

অষ্টম ওভারের শেষ বলে ফিরে যান মুশফিকুর রহিমও। ১৪ বলে ৫ রান করে বোল্টের বলে বোল্ড হন ডান-হাতি এই ব্যাটসম্যান।

অন্যদিকে ৫টি চার ও একটি ছক্কায় আশার আলো দেখিয়েছিলেন সৌম্য সরকার। ২২ বলে ৩০ রান করা সৌম্যর ক্যাচটি নিজেই ধরেন হেনরি।

৪২ রানে ৪ উইকেট হারানো দলটিকে কিছুটা হলেও স্বস্তি এনে দেন মোহাম্মদ মিঠুন ও মাহমুদুল্লাহ রিয়াদ। ডান-হাতি দু্ই ব্যাটসম্যান যোগ করেন আরও ২৯ রান।

১৮তম ওভারের দ্বিতীয় বলে রিয়াদ আউট হন। ফিরে যাবার আগে ২৯ বলে ১৩ রান করেন তিনি।

২২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৯১ রান। ক্রিজে রয়েছেন ৩৫ বলে ২১ রান করা মিঠুন। সঙ্গে রয়েছেন ১৭ বলে ১১ রান করা সাব্বির রহমান।

ওয়ানডে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত বাবর আজম
নিউজিল্যান্ড সিরিজের জন্য নতুন কোচ পেলেন বাবর-রিজওয়ানরা
X
Fresh