• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

যুব বিশ্বকাপ ফুটবল থেকে ছিটকে গেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৬

আগামী মে-জুনে পোল্যান্ডে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ২২তম আসরের টিকিট কাটতে ব্যর্থ হয়েছে ব্রাজিল। যদিও তারা নিজেদের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করেছে। এ নিয়ে চার আসরের তিনবারই বাছাইপর্ব পেরুতে পারেনি ব্রাজিল।

চিলিতে অনুষ্ঠিত ছোটদের কোপা আমেরিকায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইকুয়েডর। ড্র হওয়া উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচে কলম্বিয়া হারলেই কেবল যুব বিশ্বকাপে খেলার আশা থাকতো ব্রাজিলের। আর আর্জেন্টিনা জিতলে তারাই চ্যাম্পিয়ন হতো। ব্রাজিলের একমাত্র সান্ত্বনা আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ট্রফি জিততে না দেয়া।

আর্জেন্টিনা ও ইকুয়েডরের সঙ্গে যুব বিশ্বকাপের টিকিট কেটেছে উরুগুয়ে ও কলম্বিয়া। যুব বিশ্বকাপে রেকর্ড ৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বের ৬টি কনফেডারেশন থেকে চারটি করে দল নিয়ে মোট ২৪টি দল যুবাদের এ টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে।

আরো পড়ুন:

এএ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
টিভিতে আজকের খেলা
‘ফুটবলের উজ্জ্বল তারকারা অবশ্যই ফর্মে ফিরবে’
ঈদের শুভেচ্ছা ভাগাভাগি করল ইউরোপের ফুটবল ক্লাবগুলো
X
Fresh