• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চ্যাম্পিয়নস লিগে বিশ্বকাপ জয়ী দুই তারকার লড়াই

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৮

গ্রুপ পর্ব শেষে আজ থেকে চ্যাম্পিয়নস লিগ ফুটবলে শুরু হচ্ছে রাউন্ড অব সিক্সটিন পর্ব। আজ রয়েছে দুটি ম্যাচ।বাংলাদেশ সময় রাত দুইটায় ওল্ডট্রাফোডে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)।ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু। একই সময়ে স্টাডিও অলিম্পিকোতে ইতালিয়ান ক্লাব রোমার মুখোমুখি হবে পর্তুগীজ ক্লাব পোর্তো।এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ওয়ান।

তবে সবার দৃষ্টি থাকবে মূলত ম্যানইউ ও পিএসজি ম্যাচের দিকে। কোয়ার্টারে এগিয়ে যাওয়ার ম্যাচ হওয়ায় উভয় দলের কাছেই এটি অধিক গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ ফুটবল জয়ী ফ্রান্স দলের দুই সেরা তারকা হলেন দল দুটির মধ্যমনি।ম্যানইউয়ের রয়েছেন মিডফিল্ডার পল পগবা অপরদিকে পিএসজির রয়েছেন ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

উভয়ের সমন্বিত চেষ্টার মাধ্যমেই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তোলে ফ্রান্স। আজ দু’জনই চাইবেন নিজ নিজ দলকে জয়ী করে কোয়ার্টারের পথে এগিয়ে রাখতে। তবে মাঠে নামার আগে ম্যানইউয়ের তুলনায় অনেকটাই পিছিয়ে পিএসজি। কারণ তাদের দলের মূল তারকা নেইমার, উরুগুয়ের এডিনসন কাভানি ও বেলজিয়ামের থমাস মিউনিয়ারকে পাচ্ছে না।এরা সকলেই ইনজুরিতে রয়েছেন।

তাই দলের পূরো দায়িত্ব নিজের কাঁধে নিতে হবে এমবাপ্পে কে। অপরদিকে মরিনহোর বিদায়ের পর দুর্দান্ত ফর্মে রয়েছে ম্যানইউ। ভারপ্রাপ্ত কোচের অধীনে একের পর এক জয় পাচ্ছে তারা।তাই ঘরের মাঠে অনেকটা ফেভারিট হিসেবেই এগিয়ে থেকে নামবে তারা।