• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চেলসিকে উড়িয়ে রেকর্ড গড়লেন আগুয়েরো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০৪

ইংলিশ প্রিমিয়ার লিগে ১৯৯১ সালে নটিংহাম ফরেস্টের কাছে ৭-০ গোলে হারতে হয়েছিল চেলসিকে। সোমবারের ম্যাচে টেস্ট ব্রিজের দলটির বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ২৮ বছরে ব্লুজদের সবচেয়ে বড় পরাজয় এটিই।

বিশাল এই জয়ে লিভারপুলকে হটিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে চলে এসেছে গেলবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে সমান ৬৫ পয়েন্ট হলেও লিভারপুলের সঙ্গে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে সিটিজেনরা। তবে লিভারপুলের (২৬) চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে তারা (২৭)। রোববার লেস্টার সিটিকে ৩-১ গোলে হারানো টটেনহাম ৬০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে।

ম্যানচেস্টারের দলটির হয়ে এদিন হ্যাটট্রিক করেছেন সার্জিও আগুয়েরো। এতে আসরে ১৭ গোল নিয়ে গোলদাতার তালিকায় যৌথভাবে মোহাম্মদ সালাহ’র সঙ্গে শীর্ষে উঠ এলেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

এতে ইংলিশ লিগে টানা দ্বিতীয় হ্যাটট্রিক পেলেন আগুয়েরো। ছুঁয়ে ফেললেন ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের মালিক অ্যালেন শেয়েরারকে। প্রিমিয়ার লিগে এটি ছিল আগুয়েরোর একাদশ হ্যাটট্রিক।

আগুয়েরো ছাড়াও এদিন দুটি করেছেন ইংলিশ তারকা রাহিম স্টার্লিং। একটি করে গোল দেন জার্মার মিডফিল্ডার ইকায় গুন্ডোগান।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh