• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

উত্তাপ ছড়িয়ে মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২১

এল ক্লাসিকো মানেই একটি উত্তাপ। তার চেয়ে কোনও অংশেই কম নয় মাদ্রিদ ডার্বি। গতকাল সকলের দৃষ্টি ছিল এ ম্যাচের দিকে। শেষ পর্যন্ত উত্তাপ ছড়িয়ে এ ম্যাচে একপেশে জয় পেয়েছে আসল মাদ্রিদ রিয়াল।

গত ২৯ সেপ্টেম্বর শেষ ডার্বি ম্যাচটি অনুষ্ঠিত হয় রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়ে। সে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। অথচ কাল নিজেদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে লস ব্ল্যাঙ্কোস’রা বিধ্বস্ত করে অ্যাথলেটিকোকে। তবে রিয়ালের জয়ী ম্যাচে বিতর্ক উঠতেই পারে রেফারিং নিয়ে। কারণ এ ম্যাচে প্রায় ৫-৬টি সিদ্ধান্ত গিয়েছে অ্যাথলেটিকোর বিপক্ষে।

ম্যাচের ১৬তম মিনিটে বাইসাইকেলে কিকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন কাসেমিরো। টনি ক্রুসের কর্ণার থেকে ডি বক্সে অ্যাথলেটিকোর চার খেলোয়াড়ের মাঝেও বলে মাথা ছুঁয়েছিলেন সার্জিও রামোস। ফাঁকায় বল পেয়ে যান কাসেমিরো। সেখান থেকে বাইসাইকেল কিকে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।