• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বড় জয়ে সিরিজে ফিরল ভারত

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৭

প্রথম টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় হারের লজ্জায় পরলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় ভারত। আজ শুক্রবার ৭ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়েছে তারা।

অকল্যান্ডের এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কিউইরা। তবে শুরু থেকেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে দলটি। মাত্র ৫০ রানেই চার ব্যাটসম্যানকে হারায় তারা। এসময় দলের হাল ধরেন রস টেইলর ও কলিন ডি গ্রান্ডহোম। এই দুই ব্যাটসম্যানের ৭৭ রানের পার্টনারশিপ ভাঙে হার্দিক পান্ডিয়ার বলে গ্রান্ডহোমকে (৫০) ফিরিয়ে দিয়ে। টেইলর আউট হন ৪২ রান করে। শেষের দিকে দ্রুত কিছু উইকেট পরলে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানেই থামে ব্লাকক্যাপদের ইনিংস। ভারতের হয়ে ২৮ রান দিয়ে তিন উইকেট নেন কুরানাল পান্ডিয়া।

১৫৯ রানের লক্ষ্যে পৌঁছানোর ভিত গড়ে দেয় দুই ওপেনার রহিত শর্মা ও শিখর ধাওয়ান। ৭৯ রানের জুটিতে রহিত ফিরে যান ৫০ রান করে। ধাওয়ান আউট হন ৩০ রানে। এরপর দ্বিতীয় উইকেটে নেমে ৪০ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে মাঠ ছাড়েন রিশাব পান্ট। অপরপাশে মহেন্দ্র সিং ধোনি করেন ২০ রান। ৩ উইকেট হারিয়েই জয়ের দেখা পায় সফরকারীরা।

ম্যাচ সেরা হন কুরানাল পান্ডিয়া। এই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতায় ফিরল ভারত।

এস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
X
Fresh