• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শাদাব-আমিরে হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৩

টানা দুই ম্যাচ হেরে আগেই টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছিল পাকিস্তান। শেষ ম্যাচটি ছিল তাদের মান রক্ষার। তাই শেষ ম্যাচ জিতে নিজেদের মান রাখলো টি-টোয়েন্টির নাম্বার ওয়ান দলটি।

দক্ষিণ আফ্রিকা সফরে আগেই টেস্টে হোয়াইওয়াশ হয়ে সিরিজ হারায়, এরপর পাঁচ ম্যাচের ওয়ানডেতে ৩-২ এ সিরিজ হারে এবং শেষ পর্যন্ত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ এ সিরিজ হারাতে হয়। অর্থাৎ পুরো সফরেই ব্যর্থতার পরিচয় দেয় পাক শিবির। তবে সকল কিছুকেই ছাপিয়ে যায় দলের নিয়মিত অধিনায়ক সরফরাজকে আইসিসির দেয়া চার ম্যাচের শাস্তি।

টালমাটাল অবস্থায় পাকিস্তান দলের হাল ধরেন শোয়েব মালিক। গতকাল রাতে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হয় পাকিস্তান।

সেঞ্চুরিয়নে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে পাকিস্তান। বড় ইনিংস না হলেও সবাই মিলে অবদান রাখায় ফাইটিং স্কোর পায় পাকিস্তান।

দলের সাত ব্যাটসম্যান ছুঁয়েছেন দুই অঙ্ক, ১৫ পেরিয়েছেন তাদের সবাই, কিন্তু ৩০ ছুঁতে পারেননি একজনও।

দুর্দান্ত ফর্মে থাকা বাবর আজম ম্যাচের দ্বিতীয় ওভারেই জুনিয়র ডালাকে চারটি বাউন্ডারি মারেন। তবে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। আউট হয়ে গেছেন ৫ চারে ১১ বলে ২৩ রান করে।

তিনে নেমে ২২ বলে দলের সর্বোচ্চ ২৬ রান করেন উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান। ছয়ে নেমে দুই ছক্কায় ২০ বলে ২৫ করেন আসিফ আলি। শেষদিকে শাদাব খানের ৮ বলে ২২ রানের ক্যামিও ইনিংসে পাকিস্তান পৌঁছে যায় ১৬৮ রানে।

প্রোটিয়াদের হয়ে বাঁহাতি পেসার হেনড্রিকস নেন ১৪ রানে ৪ উইকেট। ক্রিস মরিস নেন দুটি উইকেট।

১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। রেসি ফন ডুসেন একপ্রান্ত আগলে রাখেন। তিনি ৪১ রান করে আউট হন। শেষের দিকে ক্রিস মরিসের ২৯ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংসেও হার এড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেটে নেন বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। শাদাব ও ফাহিম আশরাফ শিকার করেন ২টি করে উইকেটে। ম্যাচসেরা হন শাদাব খান আর সিরিজ সেরা হন ডেভিড মিলার।

এএ/এমআর

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
X
Fresh