• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এল ক্লাসিকোর একাদশে মেসি, তবে ...

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪২

বছরের প্রথম এল ক্লাসিকোর অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। কোপা দেল রের প্রথম লেগে আজ রাত ২টায় ন্যূ ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলেনা। তবে বার্সেলোনার প্রাণভোমরা মেসি খেলবেন কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত করেনি কাতালান ক্লাবটি। রিয়ালের বিপক্ষে ক্ষুদে জাদুকরকে একাদশে রেখেই দল ঘোষণা করেছে বার্সেলোনা।

গত শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে উরুতে চোট পান মেসি। এরপর ডাক্তারি চিকিৎসা শেষে পুরো ম্যাচ খেললেও প্রাণবন্ত মেসির দেখা মিলেনি। ওই ম্যাচ শেষে কোচ বলেছিলেন তার চোট গুরুতর নয়। কিন্তু সোমবার অনুশীলনে না নামায় শঙ্কা ভালো করে ধরে বসে কাতালান সমর্থকদের মনে। তবে আসার বিষয় গতকাল দলের সঙ্গে অনুশীলন করেছেন মেসি। তাই নতুন করে আশা প্রদীপ জ্বলছে বার্সা শিবিরে। দলের সঙ্গে অনুশীলনে থাকায় স্কোয়াডে রেখেছেন ভালভার্দে। তবে ফিটনেস ঘাটতির কারণে এল ক্লাসিকো মিস করতে পারেন তিনি।

মেসিকে দলে রাখা প্রসঙ্গে বার্সা কোচ ভালভার্দে বলেন, মাঝে মাঝে ফুটবলারদের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। তখন আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়। মেসির ক্ষেত্রেও তাই।

এদিকে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কোপা দেল রে’র প্রথম লেগ মিস করতে পারেন আক্রমণভাগের আরেক খেলোয়াড় উসমান ডেম্বেলেও। মেসি-ডেম্বেলে খেলতে না পারলে রিয়ালকে হারানো কঠিনই হয়ে যাবে বার্সার। অবশ্য মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মেসি ছিলেন না। ঘরের মাঠে লা লিগার ওই ম্যাচে লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে মাদ্রিদ জায়ান্টদের ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সা।