• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিসিবির নতুন চুক্তিতে যোগ হলো ৭ জন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩০

গতবছর মাত্র ১০জন খেলোয়াড়কে চুক্তিতে রাখায় কম সমালোচনা শুনতে হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। এ বছর আর গতবারের মতো ভুল পথে পা দেয়নি বিসিবি। ১০ থেকে বৃদ্ধি করে ১৭ জন করা হয়েছে এবার।

শনিবার হোম অব ক্রিকেটে বোর্ডের সভা শেষে এমনটিই জানান, নাজমুল হাসান পাপন।

তবে বিসিবি সভাপতি জানিয়েছেন, নতুন তালিকায় এসেছে কিছুটা পরিবর্তন। গতবারের চারটি ক্যাটাগরি এ প্লাস, এ, বি এবং সি ক্যাটাগরি থেকে বাদ দেয়া হয়েছে এ প্লাস ক্যাটাগরি। নতুন ক্যাটাগরিগুলো এ, বি এবং উদীয়মান বা রুকি ক্যাটাগরি।

গতবছরের ১০ ক্রিকেটারের সঙ্গে যুক্ত হয়েছেন ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি এবং খালেদ আহমেদ।

২০১৯ সালের জন্য নতুন চুক্তি অনুযায়ী ১৭ ক্রিকেটার হলেন

‘এ’ ক্যাটাগরি

মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

‘বি’ক্যাটাগরি

মুমিনুল হক, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।

রুকি ক্যাটাগরি

আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, নাঈম হাসান ও খালেদ আহমেদ।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh