• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কোপা দেল রের সেমিতে বছরের প্রথম এল ক্লাসিকো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৮

এ বছরের প্রথম এল ক্লাসিকো ম্যাচ ছিল ২ মার্চ বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যূ তে। কিন্তু তার আগেই দুটি এল ক্লাসিকোর উত্তেজনা ছড়িয়ে দিল কোপা দেল রে। বার্সেলোনা ৬-৩ ব্যবধানে সেভিয়াকে এবং রিয়াল মাদ্রিদ ৭-৩ গোলে জিরোনাকে পরাজিত করে সেমিতে ওঠার পরই আলোচনায় ছিল দেল রের সেমিতে মুখোমুখি হতে যাচ্ছে স্পেনের এ দুটি ক্লাব। তারপরও যদি কিন্তুর কথা ছিল। অবশেষে সব যদি কিন্তুকে উড়িয়ে দিয়ে কোপা দেল রের সেমিতেই দেখা যাবে বার্সা-রিয়াল দ্বৈরথের।

শুক্রবার স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার শেষ চারের ড্র অনুষ্ঠিত হয়। এতে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ হিসেবে ওঠে রিয়ালের নাম। অন্য সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল বেটিস।

কোপা দেল রে’র দুই পর্বের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ও ২৭ ফেব্রুয়ারি। ৬ তারিখ প্রথম লেগে ন্যূ ক্যাম্পে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং ২৭ তারিখ দ্বিতীয় লেগে বার্নাব্যুতে রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা।

কোপা দেল রে টুর্নামেন্টে দু’দল পরস্পরের মুখোমুখি হয়েছিল ৩৩ বার। এর মধ্যে ১২ ম্যাচে রিয়াল মাদ্রিদ ও ১৪ ম্যাচে বার্সেলোনা জয়ী হয়েছে। বাকি ৭টি ম্যাচ ড্র হয়েছে। ২০১৩-১৪ মৌসুমে কোপা দেল রের ফাইনালে সবশেষ দেখা হয়েছিল দু’দলের। সেদিন গ্যারেথ বেলের গোলে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে শেষ কোপা দেল রের শিরোপা ঘরে তোলে রিয়াল মাদ্রিদ। কিন্তু এরপর টানা চারবার আর কাউকে এ শিরোপা ঘরে তুলতে দেয়নি বার্সেলোনা।

এ পর্যন্ত ২৩৮টি এল ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ৯৫টি ম্যাচে রিয়াল মাদ্রিদ ও ৯৩টি ম্যাচে বার্সেলোনা জয়ী হয়েছে। বাকি ৫০টি ম্যাচ হয়েছে ড্র।

লা লিগায় ১৭৭টি ম্যাচে মুখোমুখি হয়ে ৭২টি ম্যাচে রিয়াল ও ৭১টি ম্যাচে বার্সেলোনা জয়ী হয়েছে। ড্র হয়েছে ৩৪টি ম্যাচ।কোপা দেল রেতে ৩৩টি ম্যাচে মুখোমুখি হয়ে ১২টি ম্যাচে রিয়াল ও ১৪টি ম্যাচে বার্সেলোনা জয়ী হয়েছে। ড্র হয়েছে ৭টি ম্যাচ। কোপা দি লা লিগায় ৬টি ম্যাচে মুখোমুখি হয়ে দুটি ম্যাচে বার্সেলোনা জয়ী হলেও একটিতেও জয় পায়নি গ্যালাকটিকোরা। বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে।স্প্যানিশ সুপার কাপে ১৪টি ম্যাচে মুখোমুখি হয়ে ৮টি ম্যাচে রিয়াল ও ৪টি ম্যাচে বার্সেলোনা জয়ী হয়েছে। ড্র হয়েছে ২টি ম্যাচ। চ্যাম্পিয়নস লিগে ৮টি ম্যাচে মুখোমুখি হয়ে ৩টি ম্যাচে রিয়াল ও ২টি ম্যাচে বার্সেলোনা জয়ী হয়েছে। ড্র হয়েছে ৩টি ম্যাচ।

তবে ২৩৮টি ম্যাচ ছাড়াও ফ্রেন্ডলি আরও ৩৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সেখানে রিয়াল মাদ্রিদ ৪টি ম্যাচে জয় পেলেও বার্সেলোনা জয় পেয়েছে ২০টি ম্যাচে। বাকি ১০টি ম্যাচে কোনও ফলাফল হয়নি।

এএ/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
X
Fresh