• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় যুবাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ জানুয়ারি ২০১৯, ২১:২৭

সফরের প্রথম ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরেছিল। কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিতে ৭ উইকেটের জয় পেয়েছিল যুবারা।

এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে আকবর আলী নেতৃত্বাধীন দলটি। ৫ উইকেটের জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

কক্সবাজারে সকালে টস জিতে ইংলিশ অধিনায়ক জেমি স্মিথ সিদ্ধান্ত নেন আগে ব্যাট করার। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার গড়েন ৮৭ রানের জুটি।

প্রথমে ৩৯ রানে চার্লসওয়ার্থকে ফেরান আশরাফুল ইসলাম। আরেক ওপেনার সামিডকে ৪৩ রানে ফেরান রিশাদ হোসাইন।

দুই নম্বরে ব্যাট করতে আসা জেমি স্মিথ করেন ৪৮ রান। এরপর লুইস গোল্ডওয়ার্থির ব্যাটে আসে সর্বোচ্চ ৭৩ রান। শেষদিকে ব্লেদারসনের ব্যাট থেকে ১৪ বলে আসে ২৯ রান। তাতে ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৫৬ রান তুলে সফরকারীরা।

বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ১টি করে উইকেট নেন তানজিম হাসান, আশরাফুল ইসলাম ও রিশাদ হাসান।

জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হোসেন খেলেন ৪৬ বলে ৭০ রানের ইনিংস। আরেক ওপেনার প্রান্তিক নওশের করেন ৩১ রান। দুই ওপেনারকে ফেরান হামিদুল্লাহ কাদরী।

দুই নম্বরে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ফেরেন ১১ রান করে। এরপর মাহমুদুল হাসান খেলেন ৫৭ রানের ইনিংস। মাহমুদুল অপরাজিতই থেকে যান শেষ পর্যন্ত।

দলনেতা আকবর আলীও খেলেন অর্ধশত রানের ইনিংস। ৭৫ বলে করেন ৫৭ রান।
ইংলিশদের দেয়া ২৫৬ রানের লক্ষ্য টপকাতে বাংলাদেশকে খেলতে হয় ৪৭.৫ ওভার।

সফরকারীদের হয়ে ৩ উইকেট নেন হামিদুল্লাহ কাদরী। এছাড়া ১টি করে উইকেট নেন জর্জ বাল্ডারসন ও জর্জ হিল ।

দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করে ম্যাচ সেরা হন তানজিদ হাসান। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আয়োজিত হবে আগামী ২ ফেব্রুয়ারি।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
X
Fresh