• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

এশিয়া কাপের ফাইনালে উঠেও জুতা নিক্ষেপের শিকার কাতার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জানুয়ারি ২০১৯, ১৯:১৯

ম্যাচ জিতলে পুরস্কৃত হয় বিজয়ী দল। তবে কাতারকে হতে হলো তিরস্কৃত। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে ৪-০ গোলে জয় পায় কাতার। সেই ম্যাচে গ্যালারি থেকে বৃষ্টির মতো জুতা ও বোতল নিক্ষেপ করা হয় কাতারের ফুটবলারদের ওপর।

দুই দলের রাজনৈতিক দ্বন্দ্ব থেকে এমন ক্ষোভের সৃষ্টি বলে মনে করে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ম্যাচের ২২ মিনিটেই প্রথম গোল পায় কাতার। তবে বিপত্তি ঘটে দ্বিতীয় গোলের সময়। ৩৭ মিনিটের সময় এই গোলের পরই গ্যালারি থেকে জুতা ও বোতল মারা হয় সফরকারী ফুটবলারদের লক্ষ্য করে। তবুও দমে যায়নি ২০২২ বিশ্বকাপের স্বাগতিক দেশটি। ৮০ মিনিট ও অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করে মাঠ ছাড়ে সফরকারীরা।

এই ঘটনার পর কাতারের কোচ ফেলিক্স সানচেজ ব্যাপারটিকে হালকা ভাবেই দেখেছেন। তিনি বলেন, এটা খুব কঠিন এমন পরিস্থিতিতে খেলা। আমি মনে করি খুব কম মানুষই এই কান্ডের সঙ্গে জড়িত। সর্বপরি এটা একটা দারুণ ম্যাচ ছিল।