• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ জানুয়ারি ২০১৯, ১১:৩৬

বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী

ক্রিকেট বিশ্বে কে সবচেয়ে ‘অভাগা দল’, সেটি জিজ্ঞেস করা হলে একবাক্যে উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। দ্বিপক্ষীয় সিরিজে এত এত সাফল্যের ভিড়ে নেই কোনও আন্তর্জাতিক শিরোপা। প্রায় প্রতি বিশ্বকাপেই ফেভারিট তকমা নিয়ে বিশ্বকাপের মঞ্চে যায় দলটি। বিদায় নিতে হয় খালি হাতেই।

ফাইনালেও খেলার সুযোগ হয়নি দলটির। বিশ্বকাপের সবচেয়ে যোগ্য দাবিদার হিসেবে সবশেষ ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে গিয়েছিল প্রোটিয়ারা। হাশিম আমলা, ডি কক, ডেল স্টেইনের দল ডি ভিলিয়ার্সের নেতৃত্বে বিশ্বকাপ জিতবে ধারণা ছিল অনেকেরই। সেবারও স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে হতাশ হয়ে ফিরতে হয় তাদের। সেই বিশ্বকাপের পর খেলা চালিয়ে গেলেও ২০১৯ বিশ্বকাপের আগে অবসরের সিদ্ধান্ত নেয় দলটির সবচেয়ে বড় তারকা এবি ডি ভিলিয়ার্স।

সেই সুযোগে এখন বিশ্বজুড়ে মাতিয়ে বেড়াচ্ছেন ফ্রাঞ্চাইজি লিগগুলো। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) এসেছেন রংপুর রাইডার্সের হয়ে মাতাতে।