• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সরফরাজের নিষেধাজ্ঞার দিনে বড় জয় পেল পাকিস্তান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ জানুয়ারি ২০১৯, ২১:৫০

আজ রোববার পাকিস্তান ক্রিকেটের জন্য এক কালো অধ্যায়ই হয়ে গেলো। বর্ণবাদী আচরণের জন্য চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দলটির অধিনায়ক সরফরাজ আহমেদ। তবে এই দিনটিকে পাকিস্তান উদযাপন করেছে অন্যভাবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে জয় তুলে নিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

শোয়েব মালিকের নেতৃত্বে খেলতে নেমে টস জিতে বোলিং নেয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি বিজয়ী দলটি। ম্যাচের প্রথমেই শাহিন আফ্রিদির তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। ১৮ রানে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন হাশিম আমলা ও ডু প্লেসিস। তাদের ১০১ রানের জুটি ভেঙে যাওয়ার পর হুড়মুড় করে ভেঙে পরে প্রোটিয়া ব্যাটিং লাইনআপ।

মূলত উসমান শেনওয়ারির বোলিংয়েই ১৬৪ রানে অলআউট হয় স্বাগতিকরা। প্রোটিয়াদের হয়ে আমলা করেন ৫৯ রান, ডু প্লেসিস করেন ৫৭। পাকিস্তানের হয়ে শেনওয়ারি নেন ৪ উইকেট।

১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিকদের কোনও সুযোগই দেয়নি সফরকারীরা। ইমাম-উল-হকের ৭১, ফখর জামানের ৪৪ ও বাবর আজমের অপরাজিত ৪১ রানে ভর করে ৮ উইকেটের জয় পায় পাকিস্তান। এই ম্যাচ জয়ের ফলে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-২ এ সমতায় ফিরেছে তারা।

আরো পড়ুন:

এস/ডি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৭ বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত
টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ
হারের অপেক্ষা নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
সিরিজ রক্ষার ম্যাচে অজিদের মুখোমুখি টাইগ্রেসরা
X
Fresh