• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নাদালকে হারিয়ে রেকর্ড শিরোপা জিতলেন জোকোভিচ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ জানুয়ারি ২০১৯, ১৮:০৫

সময়টা দারুণ কাটছে নোভাক জোকোভিচের। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা রাফায়েল নাদালকে হারিয়ে শিরোপা জিতেছেন সার্বিয়ান এই তারকা।

আজ রোববার ফাইনালে নাদালকে প্রথম থেকেই পাত্তা দেননি জোকোভিচ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে তিন সেট শেষেই শিরোপা তুলে নেন জোকোভিচ। প্রথম সেটটা জিতে নেন ৬-৩ এ।

দ্বিতীয় সেটে আরও দুর্দান্ত ৩১ বছর বয়সী এই তারকা, জিতে নেন ৬-২ এ। তৃতীয় সেটে আবার ৬-৩ এ নাদালকে পরাস্ত করেন বর্তমান র‍্যাংকিংয়ের এক নম্বর এই টেনিস তারকা।

জোকোভিচের এটি ১৫তম গ্র্যান্ড স্লাম জয়। এই জয়ে ছেলেদের গ্র্যান্ড স্লাম জয়ে তৃতীয়তে উঠে এসেছেন তিনি, ছাড়িয়েছেন পিট সাম্প্রাসকে। সবচেয়ে বেশি শিরোপা রয়েছে রজার ফেদেরারের ২০টি। এছাড়া স্প্যানিশ তারকা নাদালের রয়েছে ১৭টি।

তবে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের তালিকায় সবার উপরে রয়েছেন জোকোভিচই। ৭ বার এই ট্রফি জয় করেছেন তিনি।

আরো পড়ুন:

এস/ডি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেদেরারের বিশ্বরেকর্ড ভাঙলেন জোকোভিচ
ফ্রেঞ্চ ওপেনেও অনিশ্চিত নাদাল!
বিপিএলসহ টিভিতে আজকের খেলা
জোকোভিচের সঙ্গে টেনিস প্রতিযোগিতায় নামলেন স্মিথ
X
Fresh