• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মেসিকে ছাড়া মাঠে নেমে বড় ধাক্কায় বার্সা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ জানুয়ারি ২০১৯, ১২:২৬

লেভান্তের বিপক্ষে কোনও মতে টেনে-টুনে জয় নিয়ে কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালে পা রাখে বার্সেলোনা। প্রথম লেগে ২-১ গোলে হারার পর ঘরের মাঠে দ্বিতীয় লেগে ৩-০ জয় পায় দলটির বিপক্ষে। শেষ আটে প্রতিপক্ষ হিসেবে পায় লা লিগার পয়েন্ট টেবিলের চার নম্বর দল সেভিয়াকে। এখানেও বার্সার শুরুটা একই রকম। বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে হারতে হয় কাতালানদের।

এদিন ব্লাউগ্রানাদের হয়ে অভিষেক হয় কেভিন-প্রিন্স বোয়েটাংয়ের। স্ট্রাইকার হিসেবে ম্যাচের শুরু থেকেই খেলেন এই জার্মান ফরোয়ার্ড।

লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, ফিলিপে কুতিনহো ছাড়া প্রথম একাদশ সাজিয়ে ম্যাচের প্রথমার্ধটা গোল শূন্যতে পাড় করে। তবে বিপত্তি ঘটে দ্বিতীয়ার্ধের শুরুতেই। ম্যাচের ৫৮ মিনিটে নিজেদের প্রথম গোলটি করেন সেভিয়ার স্প্যানিশ ফরোয়ার্ড পাবলো সারাবিয়া।

গোল খেয়ে হুঁশ ফেরে কাতালান শিবিরে। ৬৩ মিনিটে ম্যালকম ও বোয়েটাংকে বেঞ্চে বসিয়ে নামানো হয় কুতিনহো ও সুয়ারেজকে। তবে এতে ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষ ক্লাবটি। উল্টো ৭৬ মিনিটে বার্সার ডিফেন্সকে বোকা বানিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড উইসাম বেন ইয়াডার।

ম্যাচের বাকি সময় আর কোনও গোল শোধ করতে পারেনি আর্নেস্তা ভালভার্দের শিষ্যরা।
এই হারে প্রথম লেগে পিছিয়ে পড়ল বার্সা। সেমি ফাইনাল খেলতে হলে দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে বড় জয় পেতে হবে দলটির।

এস/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
X
Fresh