• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আর্জেন্টাইন ফুটবলারসহ দুজনকে নিয়ে বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ জানুয়ারি ২০১৯, ২২:৩৭
ছবি: বিবিসি

প্রিমিয়ার লিগের আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালাসহ দুজনকে নিয়ে ইংলিশ চ্যানেল থেকে একটি ছোট বিমান নিখোঁজ হয়েছে।

সোমবার রাতে চ্যানেল দ্বীপপুঞ্জের উত্তরাংশ অ্যাল্ডার্নিতে অবস্থানকালে ‘পাইপার মালিবু’ বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি।

শনিবার ফরাসি ক্লাব নান্তের কাছ থেকে থেকে ২৮ বছর বয়সী সালাকে রেকর্ড দরে কেনা কার্ডিফ সিটি বলেছে, এটা খুবই দুঃখজনক।

স্থানীয় পুলিশ বলছে, কার্ডিফগামী ফ্লাইটটির কোনও চিহ্ন পাওয়া যায়নি এবং তার পরিবার খুবই হতাশ হয়ে পড়েছে।

সালার বাবা হোর‌্যাসিও আর্জেন্টাইন টিভি চ্যানেল ‘সিফাইভএন’কে জানিয়েছেন, তিনি তার এক বন্ধুর কাছ থেকে ঘটনাটি শুনেছেন।

তিনি বলেন, আমি এর বেশি কিছু জানি না। এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। আশা করছি সবকিছু ভালোর দিকে যাবে।

এদিকে ‘চ্যানেল আইল্যান্ডস এয়ার সার্চ’র প্রধান কর্মকর্তা জন ফিৎজগেরাল্ড বলেছেন, নিখোঁজ বিমানটি থেকে জীবিত কাউকে উদ্ধার করার সম্ভাবনা দ্রুতগতিতে কমে যাচ্ছে। আমি মনে করি সাগরের তাপমাত্রা ও অবস্থা নিখোঁজ কাউকে উদ্ধারের সম্ভাবনা সবসময় কমিয়ে দেয়।

তিনি বলেন, এখন সাগরের তাপমাত্রা খুব ঠাণ্ডা যা যেকোনো মানুষের শরীরের প্রাণরস শুষে নেয়।

স্থানীয় পুলিশ জানায়, রাত সোয়া সাতটার দিকে উত্তর পশ্চিম ফ্রান্সের নান্তে থেকে বিমানটি উড্ডয়ন করে। পাঁচ হাজার ফুট ওপর দিয়ে উড্ডয়নের সময় বিমানটি থেকে জার্সি এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কাছে অবতরণের জন্য অনুমতি চাওয়া হয়।

এরপর দুই হাজার ৩০০ ফুট ওপর দিয়ে উড্ডয়নের সময় বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পার্শ্ববর্তী ক্যাসকুয়েটস লাইটহাউজের রাডারের বাইরে চলে যায়।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যান্ত্রিক ত্রুটি, ১৯ ঘণ্টা পর ছেড়ে গেল বিমানের ফ্লাইট
ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
X
Fresh