• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আইসিসির বর্ষসেরা একাদশে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ জানুয়ারি ২০১৯, ১২:৩৭

২০১৮ সালের পারফরমেন্সের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করা হয়েছে। এতে ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা প্রভাব বিস্তার করলেও বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান।

মঙ্গলবার ঘোষণা করা এই দলটির অধিনায়ক হিসেবে রয়েছেন বিরাট কোহলি। ভারত দলপতি ছাড়াও একাদশে রয়েছেন টিম ইন্ডিয়ার রোহিত শর্মা, কুলদ্বীপ জাদব ও জসপ্রিত বুমরাহ। অন্যদিকে ক্রিকেটের জনক ইংলিশদের পক্ষ থেকে এতে সুযোগ মিলেছে জনি বেয়ারেস্ট্রো, জো রুট, জস বাটলার ও বেন স্টোকসের।

এছাড়া নিউজিল্যান্ড থেকে রস টেইলর ও আফগানিস্তান থেকে রশিদ খান এই একাদশে জায়গা পেয়েছেন।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, গেল বছর ২৯টি উইকেট তুলে নেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। গড় ছিল ২১.৭২।