• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দুই নতুন মুখ নিয়ে অস্ট্রেলিয়া দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ জানুয়ারি ২০১৯, ১৯:২১

এক প্রকার দেয়ালে পিঠ ঠেকে গেছে অস্ট্রেলিয়া ক্রিকেটের। টানা হারে জর্জরিত ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মরার উপর খাঁড়ার ঘা হিসেবে এসেছে দুই সেরা ক্রিকেটার স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের বল বিকৃতির ঘটনায় নিষেধাজ্ঞায় টালমাটাল হয়ে যায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

গেল বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে টেস্ট সিরিজ হারার পর ধবলধোলাই হতে হয় টি-টোয়েন্টি সিরিজে।

আশা ছিল ঘরের মাঠে স্বরূপে ফিরবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সেখানে আরও বেশি হতাশ হতে হয় ৮৭ বছর পর ভারতের কাছে টেস্ট সিরিজ হেরে। ক্ষত আরও বেড়ে যায় ওয়ানডে সিরিজও হারাতে।

এতসব হারের লজ্জা নিয়ে অজিরা এবার শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত হচ্ছে ২৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য। এই সিরিজের জন্য টিম পেইনকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

দলে নতুন মুখ উইল পকোভস্কি ও কুট্রিক প্যাটারসন। মাত্র ৮টি ফার্স্ট-ক্লাস ম্যাচ খেলেছেন পকোভস্কি। ২০ বছর বয়সী এই ব্যাটসম্যান ফার্স্ট-ক্লাস ক্রিকেটে শতক হাঁকিয়েছেন দুটি ও অর্ধশতক একটি।

এদিকে ৫৮টি ফার্স্ট-ক্লাস ক্রিকেটে প্যাটারসনের শতক রয়েছে ৬টি ও অর্ধশতক রয়েছে ২৬টি।

অস্ট্রেলিয়া স্কোয়াড:

টিম পেইন (অধিনায়ক), জো বার্নস, প্যাট কামিন্স, মার্কাস হ্যারিস, ট্র্যাভিস হেড, উসমান খাওয়াজা, মার্নাস ল্যাবুসচেঙ্গনে, নাথান লায়ন, কার্টিস প্যাটারসন, উইল পুকোভস্কি, ম্যাট রেনশ, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, পিটার সিডল।

এস/এমআর

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধি দলের ঢাকা সফর
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, বিমানের টিকিট পাচ্ছেন যারা 
থালাপতি বিজয়ের ‘হুইসেল পোডু’ গানে উত্তাল নেটদুনিয়া (ভিডিও)
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলেই ব্যবস্থা
X
Fresh