logo
  • ঢাকা বুধবার, ২১ আগস্ট ২০১৯, ৬ ভাদ্র ১৪২৬

কে হবেন বার্সায় মেসির উত্তরসূরি?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২০ জানুয়ারি ২০১৯, ১৭:৩৯ | আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৮:২৮
ক্যারিয়ারের শুরুটা করেছিলেন বার্সেলোনা থেকে। এখানেই ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা প্রকাশ করেছেন অনেকবার। তবে ৩১ বছর বয়সী লিওনেল মেসি কতদিন কাতালানদের সার্ভিস দেবেন তা নিয়ে সংশয় থাকছেই দলটির সমর্থকদের মনে।

bestelectronics
মেসির বদলি হয়ে কে মাতাবেন স্প্যানিশ ক্লাবটিকে, কে সমৃদ্ধ করবে বার্সার ট্রফি ঘরকে এই নিয়ে আগাম কানাঘুষা চলছে ক্লাবের বাইরে ও ভেতরে।

সেই কানাঘুষা অংশ হিসেবে স্প্যানিশ ক্রীড়া ম্যাগাজিন ডন ব্যালন এবার প্রকাশ করল কে পূরণ করবে মেসির অভাব।

জনপ্রিয় এই ম্যাগাজিনের মতে, মোহাম্মদ সালাহ পারবেন কাতালানদের মেসির অভাব পূরণ করতে। মিশরিয় এই তারকা ফুটবলার বর্তমানে মাঠ মাতাচ্ছেন লিভারপুলের হয়ে। ২০১৭-২০১৮ মৌসুমে ইংলিশ লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এই সালাহ। চলতি মৌসুমেও তার অবদানেই অল রেডসরা রয়েছে পয়েন্ট তালিকার এক নম্বরে।

স্প্যানিশ এই ম্যাগাজিনের মতে, ২০২১ মৌসুমেই বার্সায় নাম লেখাবেন সালাহ।

চলতি মৌসুমে মেসির সঙ্গে সালাহ'র একটি সংখ্যাবাচক তুলনাও করেছে ডন ব্যালন। বার্সার হয়ে এই মৌসুমে ১৬ গোলের পাশাপাশি ১০টি এসিস্ট করেছেন আর্জেন্টাইন তারকা। অপরদিকে সালাহ'র গোলের সংখ্যা ১৪টি, পাশাপাশি এসিস্ট রয়েছে ৭টি।

তাই সালাহ'কেই মেসির আদর্শ উত্তরসূরি ভাবা হচ্ছে ডন ব্যালনের পক্ষ থেকে।

আরো পড়ুন:

এস/এমআর

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়