• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সেভিয়াকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এলো রিয়াল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ জানুয়ারি ২০১৯, ১০:২৬

১৯৯৩ সালের পর মুখোমুখি দেখায় কেউই ড্র করেনি। যদিও শনিবার রাতের ম্যাচটি দেখে মনে হচ্ছিল ২৬ বছর আগের পুনরাবৃত্তি হতে চলেছে। তবে ম্যাচ শেষ হবার ১২ মিনিট আগেই চোখ ধাঁধানো গোলে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিয়েছিলেন কাসেমিরো। আর ম্যাচের অতিরিক্ত সময়ে সেভিয়ার বিপক্ষে ব্যবধান বাড়িয়ে দলকে বাড়তি সম্মান এনে জয় উপহার দেন লুকা মদ্রিচ।

সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা। এদিন ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেললেও গোল করতে ব্যর্থ হয় রিয়ালের আক্রমণভাগ।

দুই দলই একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। আর তাই প্রথমার্ধে গোল শূন্য থেকেই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

ম্যাচের ৭৩তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ড্যানি সেবালোসের শট গোল পোস্টে লেগে ফিরে এলে ফের আশাহত হয় মাদ্রিদের দলটি। যদিও চার মিনিট পরেই ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাসেমিরোর দূরপাল্লার শটটি এগিয়ে দেন দলকে। একেবারে শেষ সময়ে দলকে ২-০তে এগিয়ে দেন ক্রোয়েশিয়ান অধিনায়ক ও এবারের ব্যালন ডি অ’র জয়ী লুকা মদ্রিচ।

এই জয়ে লা লিগার তৃতীয় স্থান দখল করল সান্তিয়াগো সোলারির শিষ্যরা। ২০ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৩৬। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। অন্যদিকে ১ ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলে রাজত্ব করছে বার্সেলোনা।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
X
Fresh