• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মুশফিকের ব্যাটে বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ চিটাগংয়ের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জানুয়ারি ২০১৯, ২০:২৯

নিজেদের সব শেষ ম্যাচে ৪১ বলে ৭৫ রানের ইনিংস খেলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে জয় ছিনিয়ে এনেছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের শেষ ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষেও জ্বলে উঠেছিলেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলপতি মুশফিক (৩৩ বলে ৫২ রান) ও ইয়াসির আলী চৌধুরীর (৩৬ বলে ৫৪ রান) হাফসেঞ্চুরিতে। বিপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান সংগ্রহ করেছে ভাইকিংসরা। চার উইকেটে নির্ধারিত ২০ ওভারে ২১৪ রান সংগ্রহ করেছে মুশফিক বাহীনি।

৪ উইকেটে ২১৭ রান করে দলীয় রানের দিক থেকে সবার উপরে রয়েছে ঢাকা ডায়নামাইটস। ২০১৩ সালে মিরপুরের মাঠে রংপুর রাইডার্সের বিপক্ষে এই রান সংগ্রহ করেছিল তারা।

২০১৭ সালে ৫ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করেছিল খুলনা টাইটানস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটির প্রতিপক্ষ ছিল রাজশাহী কিংস।