• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সাকিবের ব্যাটে জয়ে ফিরল ঢাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জানুয়ারি ২০১৯, ১৭:৪৩
৪১ বলে ৬১ রান করেন সাকিব

ঢাকায় স্বাগতিক ডায়নামাইটসরা চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছিল। অপ্রতিরোধ্য ঢাকার সামনে কেউ দাঁড়াতেই পারেনি। ঢাকায় প্রথম পর্ব শেষ করে সিলেটে প্রথম ম্যাচেই ঢাকার জয় রথে বাধা দেয় রাজশাহী কিংস। রাজশাহীর কাছে হেরে শুরু হয় ঢাকার সিলেট পর্ব।

আজ শুক্রবার দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটের বিপক্ষে মাঠে নামে ডায়নামাইটসরা। টস জিতে সিক্সার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার সিদ্ধান্ত নেয় আগে ব্যাট করার। ব্যাট করতে নেমে শুরুতে ভালোই খেলছিল সিক্সার্সের দুই ওপেনার। সাব্বির রহমান দেখেশুনে খেললেও লিটন দাস রান তুলছিলেন দ্রুতই।

তবে সেটি স্থায়ী হয়নি বেশিক্ষণ। ১৪ বলে ২৭ রান করে সাকিব আল হাসানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন লিটন। এরপর আরেক ওপেনার সাব্বিরকে ১১ রানে ফেরান আন্দ্রে রাসেল।

দুই নম্বরে ব্যাট করতে এসে আফিফ হোসেন করেন ১৯ রান। দলীয় ৭৮ রানে নেই সিলেটের ৩ উইকেট। এখান থেকেই দলকে একাই টানেন সিক্সার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

৪৩ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে যাবার বেলায় আফসোস বাড়িয়ে দিয়েছেন সিক্সার্সের সমর্থকদের।

শেষদিকে জাকের আলীর ২৫ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান তুলে সিলেট সিক্সার্স।

ঢাকার হয়ে ৩ উইকেট নেন এন্ড্রু ব্রিচ। সাকিব নেন ২টি আর ১টি করে উইকেট নেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও রুবেল হোসেন।

১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকাই ওপেনার মিজানুর রহমানকে ১ রানে ফেরান মোহাম্মদ ইরফান। আরেক ওপেনার সুনীল নারিন ১০ বলে খেলে ফেরেন ২০ রান করে। দুই নম্বরে ব্যাট করতে আসা রনি তালুকদার করেন ১৩ রান।

চার নম্বরে ব্যাট করতে নামা সাকিবকে আউট করতে পারেননি সিক্সার্সের বোলাররা। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাড়েন ডায়নামাইটসদের অধিনায়ক।

গত পাঁচ ম্যাচে রান খরায় ভুগতে থাকা সাকিব খেলেন ৪১ বলে ৬১ রানের ইনিংস। মাঝে ডারোইস রাসুলির ১৯ রান করে ফেরার পর আন্দ্রে রাসেল খেলেন ২১ বলে ৪০ রানের ইনিংস।

শেষ পর্যন্ত সাকিব-রাসেলের ব্যাটে ভর করে ৬ উইকেট হাতে রেখে আসরের পঞ্চম জয় তুলে নেয় ঢাকা ডায়নামাইটস। ১৫৮ রান তাড়া করতে ১৭ ওভার খেলে পয়েন্ট তালিকায় এক নম্বরে থাকা দলটি। সিলেট সিক্সার্সের হয়ে ২ উইকেট নেন মোহাম্মদ ইরফান। ১টি করে উইকেট নেন তাসকিন ও সন্দ্বীপ লামিচানে।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh