• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মোহাম্মদ আলীর নামে নামকরণ হবে লুইসভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ জানুয়ারি ২০১৯, ২৩:৫৪
ছবি: ইয়াহু নিউজ

কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ আলীকে তার নিজের শহর কেন্টাকিতে সম্মানিত করা হবে।

বুধবার সরকারি কর্মকর্তারা ঘোষণা দেন যে এই মৃত বক্সার এবং মানবতাবাদীর নামে লুইসভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নামকরণ করা হবে।

স্থানীয় গণমাধ্যম কুরিয়ার-জার্নাল’র বরাত দিয়ে ইয়াহু নিউজ জানায়, নতুন নামটি হবে লুইসভিল মোহাম্মদ আলী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

তবে নামটির শেষে বিদ্যমান তিন বর্ণের ‘এসডিএফ’(স্ট্যান্ডিফোর্ড ফিল্ড) কোডটি অপরিবর্তিত থাকবে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘ডব্লিউডিআরবি টিভি’র মতে, ইতোমধ্যে নতুন নামটি প্রমোট করার জন্য এক লাখ ডলার খরচের পরিকল্পনা করছে বিমানবন্দরটি।

তবে সবকিছুর আগে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক এটি অনুমোদিত হতে হবে। মোহাম্মদ আলীর পরিবারের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি করা প্রয়োজন।

এই বিষয়ে তার স্ত্রী লনি আলী বলেন, লুইসভিল রিজিওনাল এয়ারপোর্ট অথরিটি এবং লুইসভিল শহর কর্তৃপক্ষ লুইসভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নামকরণ মোহাম্মদ আলী নামে করায় আমি গর্বিত।

প্রসঙ্গত, প্রায় ৩২ বছর পারকিনসন রোগে ভুগে ২০১৬ সালে মারা যান মোহাম্মদ আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেশাদার সাংবাদিকদের সুরক্ষার জন্য আইন দরকার : তথ্য প্রতিমন্ত্রী
‘অনিবন্ধিত অনলাইন পোর্টালকে শৃঙ্খলার মধ্যে আনা হবে’
‘জানুয়ারি পর্যন্ত ২০৮ নিউজ পোর্টালকে নিবন্ধন দেওয়া হয়েছে’
‘সত্য তথ্য দিয়ে অপতথ্য ও ভুল তথ্যকে চ্যালেঞ্জ জানাতে চাই’
X
Fresh