• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জুভেন্টাসকে বছরের প্রথম শিরোপা এনে দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ জানুয়ারি ২০১৯, ১০:৩১

ব্যক্তিগত জীবনে টালমাটাল চলছে রোনালদোর। ক্যাথরিন মায়োরগ্রা নাম্বের এক তরুণীর ধর্ষণের মামলায় জল ঘোলা হচ্ছে প্রতিনিয়ত।

তবে গোল বলটা পেলে যে মানুষটা ভিন্ন জগতের হয়ে যান তা সকলেরই জানা। সেই বলটা যদি হয় ফাইনালের কোনও মঞ্চে তবে দুর্বার হয়ে ওঠেন এই পর্তুগিজ তারকা।

গতকাল বুধবার রাতে তার নিদর্শন আর একবার দেখলো বিশ্ববাসী। নিজে গোল করে আদায় করে নিয়েছেন জুভেন্টাসের হয়ে প্রথম শিরোপা।

সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি মাঠে সুপার ইতালির ফাইনালে এসি মিলানকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস।

আক্রমণ ও পাল্টা আক্রমণের ম্যাচে ৩৫ মিনিটেই মিলানের জালে বল প্রবেশ করায় ফ্রেঞ্চ ফরোয়ার্ড মাতুইদি। তবে অফসাইডের জন্য বাতিল হয়ে যায় সেই গোলটি। গোল শূন্য নিয়ে বিরতিতে যায় দু'দল।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় ওল্ড লেডিরা। মিরালেম পিয়ানিজের উঁচু করে বাড়িয়ে দেয়া বলে হেডে গোল আদায় করেন সি আর সেভেন।

মরার ওপর খরার ঘা হিসেবে ৭৪ মিনিটে মিলান মিডফিল্ডার ফ্রাংক কেসির লাল কার্ডে। ১০ জনের দল নিয়ে শোধ করতে পারেনি জুভেন্টাসের দেয়া গোলটি। ম্যাচের বাকি সময় আর কোনও গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে জুভেন্টাস বছরের প্রথম শিরোপা ঘরে তোলে।

এস/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
রোনালদোর হ্যাটট্রিকে নাসরের আরেকটি গোল উৎসব
X
Fresh