• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জয়ে ফেরার ম্যাচে বোলিংয়ে রংপুর

অনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০১৯, ১৮:১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকায় প্রথম পর্বে খুব একটা সুবিধা করতে পারেনি সিলেট সিক্সার্স। ৩ ম্যাচের ২টিতেই হেরেছে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দলটি।

ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে নিজেদের ঘরের মাঠে পাড়ি জমায় সিক্সার্সরা। সৌভাগ্যের দেখা মিলে নাই সেখানেও। সিলেটে প্রথম ম্যাচেই মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় তারা। কুমিল্লার বিপক্ষে ম্যাচটিতেও হেরে যায় ৮ উইকেটের ব্যবধানে।

আজ বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। খুব একটা ভালো অবস্থায় নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নসরাও। ৫ ম্যাচের ৩টিতেই হেরেছে মাশরাফি বিন মুর্তজার দলটি।

তাই ঘুড়ে দাঁড়ানোর ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে রংপুর। জয়ে ফিরতে দুই দলেই ব্যপক পরিবর্তন নিয়ে মাঠে নামছে এই ম্যাচে। সিলেট একাদশে আন্দ্রে ফ্লেচারের বদলে দলে ফিরে সেছেন সন্দীপ লামিচানে। এদিকে রংপুর দলে রবি বোপারা ও নাজমুল অপুর জায়গায় দলে এসেছেন অ্যালেক্স হেলস ও মেহেদি মারুফ।

রংপুর রাইডার্স একাদশ

ক্রিস গেইল, রিলে রুশো, মেহেদি মারুফ, মোহাম্মদ মিঠুন, অ্যালেক্স হেলস, বেনি হাওয়েল, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, সোহাগ গাজী, ও শফিউল ইসলাম।

সিলেট সিক্সার্স একাদশ

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন দাস (উইকেট কিপার), সাব্বির রহমান, আফিফ হোসেন, নিকোলাস পুরান, আলোক কাপালি, সোহেল তানভীর, নাবিল সামাদ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, সন্দীপ লামিচানে।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh