• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঢাকায় হতাশ করলেও সিলেটে ঘুরে দাঁড়াল খুলনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জানুয়ারি ২০১৯, ১৭:০৮

পরাজয়কে অভ্যাসে পরিণত করা খুলনা টাইটানস অবশেষে বেরিয়ে আসলো হারের বৃত্ত থেকে। ঢাকায় অনুষ্ঠিত প্রথম পর্বে চার ম্যাচের চারটিতেই হেরেছিল মাহমুদুল্লাহ রিয়াদের দল। তবে প্রত্যাশা ছিল সিলেটে দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়ানোর। প্রত্যাশা অনুযায়ী ঘুরে দাঁড়িয়েছে দলটি। ঢাকা পর্বে চার ম্যাচের দুটিতে জয় পাওয়া রাজশাহী কিংসকে হারিয়েছে ২৫ রানে।

সিলেট পর্বের প্রথম ম্যাচে মঙ্গলবার দুপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইটানসরা। ঢাকার লো-স্কোরিং ম্যাচ থেকে বেরিয়ে আশার প্রত্যাশা ছিল সিলেটে। অপ্রত্যাশিতভাবে এখানেও আসেনি বড় স্কোর।

আগে ব্যাট করে খুলনা টাইটানস ২০ ওভারে ৯ উইকেটে সংগ্রহ করে ১২৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান আসে আরিফুল হকের ব্যাটে। সেটিও আবার ২৭ বলে।

রাজশাহীর হয়ে ২ উইকেট করে নেন ইসুরু উদানা, মেহেদী মিরাজ ও আরাফাত সানী। ১টি উইকেট তুলতে সক্ষম হন মুস্তাফিজুর রহমান।

লক্ষ্য তাড়া করতে নিয়মিত বিরতিতে উইকেট দিতে থাকে রাজশাহীর দলটি। অধিনায়ক মিরাজের ব্যাট থেকে আসে ২৩ রান। সমান ১৫ রান করে আসে ক্রিস্টিয়ান জংকার আর আরাফাত সানীর ব্যাটে। বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ১০৩ রানে অল আউট হয়ে যায় ১৯.৫ ওভারে।

খুলনার হয়ে সমান ৩টি করে উইকেট নেন জুনাইদ খান ও তাইজুল ইসলাম। ২ উইকেট নেন মাহমুদুল্লাহ আর ১ উইকেট নেন ডেভিড ওয়াইজ।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh