• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

খুলনা টাইটানসের হয়ে খেলতে ঢাকায় লঙ্কান অধিনায়ক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জানুয়ারি ২০১৯, ১৭:২২

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে গতকাল রোববার কুমিল্লা ভিক্টোরিয়ানস দলে যোগ দিয়েছেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। সকালে এসে সন্ধ্যায় ম্যাচ খেলতে নেমে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলে জমিয়ে তোলার ইঙ্গিত দেন বিপিএলকে।

আজ ঢাকা এসে পৌঁছেছেন শ্রীলঙ্কা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা। গতবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলা এই লঙ্কান তারকা পেসার এবার খেলছেন খুলনা টাইটানসের হয়ে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় নিলাম তালিকায় 'এ' ক্যাটাগরিতে থাকা মালিঙ্গাকে দেড় লাখ ডলারে কিনেছিল টাইটানসরা।

আসরের শুরুর দিকে নিউজিল্যান্ড সিরিজে থাকার কারণে বিপিএল খেলতে পারেননি লঙ্কান এই পেসার। তার দল খুলনা টাইটানসেরও শুরুটা একেবারেই ভালো হয়নি। আসরের এখন পর্যন্ত চার ম্যাচ খেলে চারটিতেই হেরেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল।

বর্তমান সময়ে ভালো ফর্মেও আছেন এই পেসার। নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিয়েছেন ৭ উইকেট। সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে ২৪ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট।

লাসিথ মালিঙ্গা এখন পর্যন্ত ২৬৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিয়েছেন ৩৫৫ উইকেট।

আগামীকাল থেকে সিলেটে শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলা। প্রথম দিনেই খুলনার প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস। এরিমধ্যে চার ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে ভাইকিংসরা।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh