• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিলেট-চট্টগ্রামে দর্শক খরা ঘুচবে, প্রত্যাশা মাশরাফির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জানুয়ারি ২০১৯, ১৮:৩৯

বাইশ গজের উত্তেজনাও গ্যালারিতে টানতে পারছে না দর্শক। শের ই বাংলা স্টেডিয়ামের ফাঁকা গ্যালারিতেই শেষ হচ্ছে ঢাকাইয় প্রথম রাউন্ডের খেলা। ঢাকায় প্রথম সাতদিনে অনুষ্ঠিত ১৪টি ম্যাচের একটি ম্যাচ টানতে পেরেছিল দর্শক।

গত শুক্রবার ১১ জানুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা ডায়নামাইটস আর রংপুর রাইডার্সের খেলায় তিল ধারণেরও ঠাই ছিল না গ্যালারিতে। মাঠের বাইরেও দাঁড়িয়ে থাকতে দেখা যায় কয়েক হাজার সমর্থককে।

টিকিট না পেয়ে হতাশ হওয়া সমর্থকেরা মিছিলও করেছিল ম্যাচ চলাকালীন সময়ে। ক্ষুব্ধ সমর্থকেরা আক্রমণ করেছিল টিকেট বুথেও।

রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস ম্যাচের দৃশ্য

দিনের প্রথম ম্যাচে এমন চিত্র দেখা গেলেও পরের ম্যাচে দেখা যায় উল্টো চিত্র। ঢাকা-রংপুর ম্যাচ শেষ তো ফাঁকা হতে শুরু করেছিল গ্যালারি।

এর আগে মাশরাফি মুর্তজা আর মুশফিকুর রহিম সমর্থকদের মাঠে আসার আহ্বান জানালেও সাড়া মেলেনি খুব একটা।

আজ ম্যাচ শেষে রংপুর অধিনায়ক বলেন, ফাঁকা গ্যালারি থাকার একটা কারণ হতে পারে ঢাকায় ম্যাচ অনুষ্ঠিত হয় বেশি। তাই হয়তো দর্শক কম হচ্ছে।

মাশরাফি মুর্তজা এও বলেন, ফাঁকা গ্যালারির চিত্র বদলে যেতে পারে সিলেট আর চট্টগ্রামে। আশা করি ওই দুই ভেন্যুতে ঢাকার মতো এমনটা দেখা যাবে না।

এমআর/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh