• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঢাকায় থিসারা পেরারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জানুয়ারি ২০১৯, ১৫:০০

বছরের শুরুতেই তিনটি ওয়ানডে ও এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করে শ্রীলঙ্কা দল। চন্ডিকা হাতুরুসিংহের শিষ্যরা সবক’টি ম্যাচে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়লেও তিনটি ওয়ানডে ম্যাচে একাই ২২৪ রান তুলেন থিসারা পেরারা। প্রথম ম্যাচে চার রানে আউট হলেও দ্বিতীয় ম্যাচে ৭৪ বলে ১৪০ রানের এক টর্নেডো ইনিংস উপহার দিয়েছিলেন। শেষ ম্যাচেও ৬৩ বলে ৮০ রানের ইনিংস খেলেছিলেন পেরারা।

একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও ব্যাট হাতে জাত চিনিয়েছেন এই তারকা অলরাউন্ডার। ২৪ বলে ৪৩ রানে এক ঝড়ো ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি।

জাতীয় দলের পর্ব শেষ করে এবার পেরারা চলে এসেছেন ঢাকায়। আজ রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্রাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ানসের ক্যাম্পে যোগ দিয়েছেন লঙ্কান তারকা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে নামবে কুমিল্লা।

দলীয় সূত্র জানিয়েছে, এদিন একাদশে দেখা যেতে পারে ২৯ বছর বয়সী এই অলরাউন্ডারকে।

কুমিল্লা ভিক্টোরিয়ানস

দেশি ক্রিকেটার

তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়া উর রহমান, মোশরারফ হোসেন রুবেল, মোহাম্মদ শহিদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা।

বিদেশি ক্রিকেটার

শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, থিসারা পেরেরা, এভিন লুইস, অ্যাসেলা গুনারত্নে, লিয়াম ডসন, ওয়াকার সালমা খাই, আমের ইয়ামিন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh