• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীকে হারিয়ে দ্বিতীয় জয় পেল কুমিল্লা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জানুয়ারি ২০১৯, ২২:৩৪

স্মিথ বিহীন কুমিল্লা ভিক্টোরিয়ানসদের জৌলুস যে কিছুটা কমেছে অনস্বীকার্য। অস্ট্রেলীয় সাবেক অধিনায়ক কুনুইয়ের ব্যথায় দেশে ফিরে গেলে আজ রাজশাহী কিংসের বিপক্ষে অধিনায়কত্ব করেন ইমরুল কায়েস।

পয়েন্ট তালিকায় পাঁচ আর ছয় নম্বরে থাকা দুই দলের জন্য আজকের জয়টা কম জরুরি ছিল না।

আজ পঞ্চম দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা দলপতি।

কুমিল্লার অধিনায়কত্বে চমক আর রাজশাহীর ওপেনিংয়ে চমক থাকলেও দিনের প্রথম ম্যাচের মতো এই ম্যাচে দেখা যায়নি কোনও লড়াই।

কিংসদের হয়ে এদিন নিয়মিত ওপেনার মুমিনুল হকের সঙ্গে ব্যাট করতে আসেন দলনেতা মেহেদী মিরাজ।

মুমিনুল ৩ রানে সাজঘরের পথ ধরলেও মিরাজ খেলেন ১৭ বলে ৩০ রানের ইনিংস। এরপর সৌম্য সরকার ফেরেন রানের খাতা খোলার আগেই।

কিংসদের দুর্গে শুরু থেকেই একের পর এক আঘাত হানেন শাহীদ আফ্রিদি আর সাইফউদ্দিন। শাহীদ আফ্রিদি ৪ ওভারে দেন মাত্র ১০ রান, তাতে তুলে নেন ৩ উইকেট। সাইফউদ্দিন, আবু হায়দার আর লিয়াম ডসন নেন ২টি করে উইকেট।

মাঝে জাকির হোসেন করেন ২৬ বলে ২৭ রান আর শেষদিকে ইসুরু উদানা করেন ৩০ বলে ৩২ রান।

কুমিল্লার বোলারদের বোলিং তোপে গোটা ২০ ওভারও খেলতে পারেনি রাজশাহী কিংস। শেষ পর্যন্ত ১৮ ওভার ৫ বলে ১২৪ রান তুলে রাজশাহী।

রাজশাহীর দেয়া ১২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে সহজ ম্যাচও কঠিন করে তোলে কুমিল্লার ব্যাটসম্যানরা। ওপেনার এনামুল হক বিজয়ের ব্যাটে আসে ৩২ বলে ৪০ রান। আরেক ওপেনার এভিন লুইস করেন ২১ বলে ২৮ রান। মাঝে তামিম করেন ২৫ বলে ২১ রান আর শেষদিকে লিয়াম ডসনের ১২ রানে ভর করে ১৮ ওভার ২ বলে ৫ উইকেট হাতে রেখে আসরের দ্বিতীয় জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান। এই জয়ে সিলেট সিক্সার্সকে টপকে পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে কুমিল্লা।

রাজশাহী কিংসের হয়ে ১টি করে উইকেট নেন মেহেদী মিরাজ, কায়েস আহমেদ আর মুস্তাফিজুর রহমান।

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh