• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টাইটানসদের বিপক্ষে কিংসদের দাপুটে বোলিং

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জানুয়ারি ২০১৯, ১৯:১৪

আসরের প্রথম দুই ম্যাচে হেরেছে খুলনা টাইটানস। প্রথমে ঢাকার কাছে পরে রংপুরের কাছে। দুই ম্যাচেই হেরেছে ব্যাটসম্যানদের ব্যর্থতায়। রাজশাহী কিংস হেরেছে একটিতে। ঢাকার বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটে-বলে দুইদিকেই হতাশাজনক পারফরম্যান্স ছিল।

বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে খুলনা অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ফিল্ডিং করার আমন্ত্রণ জানায় কিংস অধিনায়ক মিরাজকে।

ব্যাটিংয়ে নেমে টাইটানসের দুই ওপেনার মিলে শুরুটা ভালোই করেন। জুনাইদ দিদ্দিকী আর পল স্টার্লিংয়ের জুটি থেকে আসে ৪০ রান। মুস্তাফিজুর রহমানের বলে ব্যক্তিগত ১৬ রানের মাথায় ক্যাচ দিয়ে বিদায় নেন স্টার্লিং। এরপর ইসুরু উদানার বলে ক্যাচ দিয়ে জুনাইদ সিদ্দিকীও সাজঘরের পথ ধরেন দ্রুতই। তার ব্যাটে আসে ১৮ বলে ২৩ রান।

জহুরুল ইসলামকে ১ রানে ফেরান স্পিনার আরাফাত সানি। ১১ রান করা টাইটানস অধিনায়ককে ফেরান মুস্তাফিজ। মাঝে ডেভিড মালান করেন ১৮ বলে ২২ রান। মালান ফেরেন সৌম্য সরকারের প্রথম বলেই।

আরিফুল হক, ডেভিড ওয়াইজরা হতাশ করেন খুলনা সমর্থকদের। আরিফুলের ১৬ বলে ১২ আর ওয়াইজ করেন ১৪ বলে ১৪ রা।

২০ ওভার শেষে ৯ উইকেটে ১১৭ রান পর্যন্ত তুলতে পারে খুলনা টাইটানস।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইসুরু উদানা, ২ উইকেট নেন মুস্তাফিজ আর ১টি করে উইকেট নেন আরাফাত সানি, কায়েজ আহমেদ আর সৌম্য সরকার।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh