• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আফিফ-ওয়ার্নার-পুরানের ব্যাটে উজ্জ্বল সিলেট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জানুয়ারি ২০১৯, ১৪:১২

দুই নিষিদ্ধ অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নারের লড়াইয়ে সেদিন জয় পেয়েছিল স্মিথ। যদিও দুজনের কেউই করতে পারেনি বড় স্কোর। স্মিথ দুই ম্যাচ খেলে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও আজ দলের বিপর্যয়ে হাল ধরেছেন ওয়ার্নার।

চলতি বিপিএলের সপ্তম ম্যাচে বুধবার দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স আর চিটাগাং ভাইকিংস।

টস জিতে সিক্সার্স অধিনায়ক সিদ্ধান্ত নেন প্রথমে ব্যাট করার। সিলেটের দুই ওপেনার লিটন দাস আর ওয়ার্নারের জুটি ভাঙ্গে ১ রানের মাথায়। লিটন শূন্য রানে বিদায় নেন রবি ফ্রাইলিংকের বলে ক্যাচ দিয়ে।
এরপর নাসির হোসেন ৩ আর সাব্বির রহমান বিদায় নেন রানের খাতা খোলার আগে। দলীয় ৬ রানে নেই সিক্সার্সের ৩ উইকেট।

এখান থেকে দলের হাল ধরের তরুণ আফিফ হোসেন আর অধিনায়ক ওয়ার্নার। আফিফ খেলেন ২৮ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস। ভেঙে পড়া দলকে ওয়ার্নার আর নিকোলাস পুরান মিলে সংগ্রহ এনে দেন ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান।