• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ব্যাট হাসলো ওয়ার্নারের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জানুয়ারি ২০১৯, ১৪:০৫

অস্ট্রেলিয়া জাতীয় দল থেকে নিষেধাজ্ঞা শেষ হতে বাকি প্রায় দুই মাস। তার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন সিলেট সিক্সের হয়ে। প্রথম ম্যাচে ভুল বুঝাবুঝির জন্য রান আউট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল। কুমিল্লা ভিকটোরিয়ানসের বিপক্ষে ১৩ বল খেলে ১৪ রান করেছিলেন ডেভিড ওয়ার্নার। হারতে হয়েছিল দলকেও। বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে সিলেট। চিটাগং ভাইকিংসের বিপক্ষে ব্যাট হাতে জাত চিনিয়েছেন ওয়ার্নার।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক ওয়ার্নার। ওপেনার লিটন দাস, নাসির হোসেন ও সাব্বির রহমান দ্রুত ফিরলেও। ওয়ার্নার বুঝিয়ে দিয়েছেন ফুরিয়ে যাননি তিনি। ক্রিকেটকে যে এখনও অনেক কিছু দেয়া বাকি আছে তা হাতের কাজ দেখলেই টের পাওয়া যাবে।

বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন ওয়ার্নার। মাত্র ২৮ বলে ৩টি ছক্কা আর পাঁচটি চারের সাহায্যে ৪৫ রানের ঝকঝকে এক ইনিংস উপহার দেন আফিফ। খালেদ আহমেদের বলে আফিফ ফিরে গেলেও ওয়ার্নারের সঙ্গে দ্রুত রান তুলতে থাকেন নিকোলাস পুরান।

ওয়েস্ট ইন্ডিজের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সঙ্গে জুটি গড়ার পথে ওয়ার্নার তুলে নেন ক্যারিয়ারের ৬১তম হাফসেঞ্চুরি। ৭০ রানের থামে এই জুটি। অস্ট্রেলিয়ান তারকা ফেরেন ৪৭ বলে ৫৯ রানের কার্যকরী এক ইনিংস খেলে। এই ইনিংসটি সাজাতে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

শেষ পর্যন্ত ব্যাট করে মাত্র ৩২ বলে ৫২ রান তুলে নেন পুরান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে সিলেট শিবির।

চিটাগং ভাইকিংস

মোহাম্মাদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, রবি ফ্রাইলিংক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু যায়েদ রাহি, খালেদ আহমেদ।


সিলেট সিক্সার্স

লিটন দাস (আইকন), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), নিকোলাস পুরান, সাব্বির রহমান, অলক কাপালি, আফিফ হোসেন ধ্রুব, নাসির হোসেন, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh