• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মাশরাফির কাছেই হেরে গেল কুমিল্লা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জানুয়ারি ২০১৯, ২০:০৪
১১ রান দিয়ে ৪ উইকেট নেন মাশরাফি

মাশরাফি বিন মুর্তজা দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেন না ২০১৭ সালের এপ্রিল থেকে। প্রায় ২০ মাস আগে অবসর নিয়েছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে। ঘরোয়া লিগ বিপিএল ছাড়া তাই খেলা হয় না টি-টোয়েন্টি ম্যাচ।

২০১৭ সালে পঞ্চম বিপিএলের আসরে রংপুর রাইডার্সকে শিরোপা জিতিয়ে দেয়ার পর মাঝে এক বছরের বেশি সময় কেটে গেছে টি-টোয়েন্টি খেলেননি। ষষ্ঠ বিপিএলে এসে প্রথম দুই ম্যাচে নিয়েছেন ৩ উইকেট।

আজ তৃতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে তুলে নেন ১১ রান দিয়ে ৪ উইকেট। যা টি-টোয়েন্টি ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজার ক্যারিয়ার সেরা বোলিং।

সন্ধ্যায় শের ই বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ভিক্টোরিয়ানস অধিনায়ক স্টিভ স্মিথ টসে জিতে ফিল্ডিং করার আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফিকে।

চলতি আসরে প্রথম দুই দিনে হওয়া দিনের শেষ দুটি ম্যাচে আগে যারা ব্যাট করেছে তারাই বেশি রান তুলতে সক্ষম হয়েছিল কিন্তু আজ ঘটল উল্টো।

টস জিতে ব্যাটিংয়ে নেমে বালুর বাঁধের মতো ভেঙে পড়ে কুমিল্লার ব্যাটিং লাইন-আপ। শহিদ আফ্রিদি ছাড়া কেউই পার করতে পারেননি দশ রানের কোটা। আফ্রিদি করেন ১৮ বলে ২৫ রান।

১৬.২ ওভারে সব উইকেট হারিয়ে কুমিল্লার সংগ্রহ ৬৩ রান। যা এখন পর্যন্ত এই আসরের সর্বনিম্ন রান।

রংপুরের হয়ে মাশরাফি নেন ৪ উইকেট। এছাড়া ৩ উইকেট নেন নাজমুল অপু, ২ উইকেট নেন শফিউল ইসলাম ও ফরহাদ রেজা নেন ১টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ক্রিস গেইলের উইকেট হারায় রংপুর রাইডার্স। ৫ বলে ১ রান করে গেইলের বিদায়ের পর অবশ্য আর কোনও উইকেট হারায়নি রংপুর।

কুমিল্লার দেয়া ৬৩ রান টপকাতে রংপুরকে খেলতে হয় ১২ ওভার। মেহেদী মারুফ করেন ৩৯ বলে ৩৬ রান, রিলে রুশো করেন ২৮ বলে ২০ রান।

৯ উইকেটের বিশাল জয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।

এমআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh