• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঢাকার রানের চাপায় পিষ্ট খুলনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জানুয়ারি ২০১৯, ১৫:৪৫

বিপিএলের ষষ্ঠ আসরে খুলনা টাইটানস নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরেছিল মাত্র ৮ রানে। সেই ম্যাচে খুলনার লক্ষ্য ছিল ১৭০ রান। আজ মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হারতে হয়েছে ১০৫ রানে।

ঢাকার দেয়া ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে আসে টাইটানস ব্যাটসম্যানরা।

ইনিংসের প্রথম ওভারে আন্দ্রে রাসেলকে কোনোরকম পার করতে পারলেও পরের ওভারে সাকিবকে উইকেট দিয়ে আসে পল স্টার্লিং। আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো এই আইরিশ ওপেনার আজ করেন ৫ বলে ১ রান।

ব্যতিক্রম ছিলেন আরেক ওপেনার জুনাইদ সিদ্দিকী। সাকিবের বলে ক্যাচ দেয়ার আগে ১৬ বলে ৩ ছয় আর ১ ছয়ে করেন ৩১ রান।

এরপর আসা যাওয়ার মিছিলের ভিড়ে নাজমুল হাসান শান্ত করেন ১৩ আর আরিফুল হক করেন ১৯ রান। বাকি ছয় ব্যাটসম্যানের কেউই পার করতে পারেনি দশ রানের কোটা!

শেষ ব্যাটসম্যান আলী খান ইনজুরির কারণে খেলতে না নামায় ১৩ ওভারে ৮৩ রানেই গুড়িয়ে যায় মাহমুদুল্লাহ রিয়াদের দল।

সাকিব নেন ৩ উইকেট, ২ উইকেট নেন সুনীল নারিন আর ১টি করে উইকেট নেন শুভাগত হোম আর মোহোর শেখ।

এর আগে টস জিতে ঢাকাকে ব্যাট করতে পাঠায় খুলনা টাইটানস। ঢাকাই ওপেনার হযরতুল্লাহ জাজাইয়ের ৫৭, রনি তালুকদারের ২৮, কাইরন পোলার্ডের ২৭ আর আন্দ্রে রাসেলের ২৫ রানে ভর করে ৫ উইকেটে ১৯২ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

খুলনার হয়ে স্টার্লিং ও ডেভিড ওয়াইজ নেন ২টি করে উইকেট, এছাড়া ১টি করে উইকেট আদায় করেন আলী খান ও মাহমুদুল্লাহ রিয়াদ।

এই ম্যাচ জয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় ঢাকা ডায়নামাইটস। পর পর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে সেরা খেলোয়াড় হলেন জাজাই।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh