• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ব্যাক টু ব্যাক ফিফটি তুলে জাজাইয়ের বিদায়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জানুয়ারি ২০১৯, ১৩:২৮

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছেড়েছিল ঢাকা ডায়নামাইটস। রাজশাহী কিংসের বিপক্ষে ৪১ বলে ৭৮ রানের এক ঝড়ো ইনিংস উপহার দিয়েছিলেন হজরতউল্লাহ জাজাই। ওই ম্যাচে আফগানিস্তানের এই ওপেনারই হয়েছিলেন ম্যাচ সেরা।

একদিনের বিরতির পর ফের মাঠে গড়িয়েছে ছোট ফরম্যাটের এই টুর্নামেন্টের ষষ্ঠ আসর। আজ মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে নেমেছে ঢাকা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জেতার পর সাকিব আল হাসানদের ব্যাট করার আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

ব্যাট হাতে শুরু থেকেই টাইটানস বোলারদের ওপর চড়াও হতে থাকেন হজরতউল্লাহ জাজাই। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন আরেক ওপেনার সুনিল নারিন। ১৪ বলে ১৯ রান করে ক্যারিবীয় তারকা ফিরলেও ঝড় তুলতে থাকেন জাজাই। তুলে নেন ব্যাক টু ব্যাক ফিফটিও।

জাজাইর সঙ্গে তাল মিলিয়ে দ্রুত রান তুলতে সক্ষম হন রনি তালুকদার। ১৮ বলে ২৮ রান করে ফিরে যান তিনি।

১২তম ওভারের দ্বিতীয় বলে আইরিশ স্পিনার পল স্টার্লিংয়ের বলে শরিফুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন এই তরুণ আফগান। ৫টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৩৬ বলে ৫৭ রান করে ফেরেন ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান।

স্টালিংয়ের পরের বলে খেলতে নেমে ফিরে গেছেন ঢাকার অধিনায়ক সাকিবও। ১৩ ওভার পর্যন্ত ঢাকার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১২০ রান।

খুলনা টাইটানস

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, ডেভিড ওয়াইজ, আলী খান, জহীর খান, পল স্টার্লিং।

ঢাকা ডায়নামাইটস

সুনিল নারিন, হজরতউল্লাহ জাজাই, রনি তালুকদার, সাকিব আল হাসান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, মিজানুর রহমান, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, মোহর শেখ, রুবেল হোসেন

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh