• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেসি-সুয়ারেজে জয় দিয়ে বছর শুরু বার্সার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ জানুয়ারি ২০১৯, ১০:৪২

বছরের নিজেদের প্রথম ম্যাচটি খেলতে নেমেছিল বার্সেলোনা। সেই ম্যাচটা হারতে হয়নি কাতালানদের। স্প্যানিশ ক্লাব গেটাফের মাঠে ২-১ গোলে জয় তুলে নিয়ে বছরটা দারুণভাবেই শুরু করেছে লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা। এই দুই ফরোয়ার্ডের পা থেকেই এসেছে বার্সার গোল দুটি।

গতকাল রোববার ম্যাচের শুরু থেকেই স্বাগতিক দলকে চেপে রাখে বার্সা। বল দখলে অনেকটাই পিছিয়ে ছিল গেটাফে। সেই জের ধরে ২০ মিনিটের মাথায় গোল আদায় করে নেন আর্জেন্টাইন জাদুকর মেসি। ঠিক তার ১৯ মিনিট পর নিজের প্রথম ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন উরুগুয়েন ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। ২-০ তে এগিয়ে যায় আর্নেস্তা ভালর্ভেদের শিষ্যরা।

৪৩ মিনিটে একটি গোল শোধ করে গেটাফের ফরোয়ার্ড জেইমে মাতা। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

বিরতি থেকে ফিরে আরও চেপে ধরে গেটাফেকে, তবে ম্যাচের বাকি সময় আর কোনও দল গোল আদায় করতে না পারলে ২-১ ব্যবধানে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।