• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আফ্রিদি এতোটা সেনসিবল খেলবে কখনোই ভাবিনি: সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ জানুয়ারি ২০১৯, ১৮:৪০

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শক্তিশালী দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ২০১৫ সালের শিরোপা ধরে রাখার জন্য স্টিভ স্মিথ, শহিদ আফ্রিদি, শোয়েব মালিককে দলে নিয়ে ব্যালেন্স দল করেছে ফ্রাঞ্চাইজিটি। সঙ্গে দেশীয় তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাইফুদ্দিনদের সার্ভিস পাচ্ছে কুমিল্লা। ষষ্ঠ আসরের প্রথম ম্যাচেই সাফল্য পেয়েছে দলটি। আজ রোববার লো-স্কোরিং ম্যাচে সিলেট সিক্সার্সকে হারিয়েছে তারা ৪ উইকেটে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হিসেবে এলেন দলটির কারিগর মোহাম্মদ সালাউদ্দিন।

বিগত প্রতিটি আসরের প্রথম ম্যাচেই হারতে হয়েছে কুমিল্লাকে। তাই এবারের আসরের প্রথম ম্যাচ জিতে জয়টাকে রেকর্ড বলে আখ্যায়িত করে সালাউদ্দিন বলেন, ‘জয়টা আসলে রেকর্ড, আমরা আসলে প্রথম ম্যাচ সবসময় হেরে যাই। অনেকদিন পরে প্রথম ম্যাচে জিতেছি এই জন্য ভালো লাগছে।'

জয় পেলেও ১২৭ রানের অল্প টার্গেটে ঘাম ঝরতে হয়েছে ভিক্টোরিয়ানসদের। শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে তাদের। এর পিছনে উইকেটকেই দায়ী করে অভিজ্ঞ এই কোচ বলেন, ‘যেহেতু কালো উইকেট তাই ব্যাটসম্যানদের জন্য একটু কঠিন পিচ। রাতের বেলা কুয়াশা পড়ার কারণে রানটা একটু বেশি হয়। তবে দিনের বেলা ব্যাটিং কঠিন।

তবে এই পিচ বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ভালো বলে মনে করেন। সামনে নিউজিল্যান্ড সফরে এই ধরনের উইকেট পাবে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, ‘আমার মতে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের অনেকে উপকৃত হবে। সামনে নিউজিল্যান্ড সফর আছে। বল সেখানে অনেক মুভ করবে। ছেলেদের জন্য অনেক উপকার হবে। অনেক কঠিন উইকেট।’

এদিন কুমিল্লার ম্যাচ জয়ের নায়ক আফ্রিদির ব্যাটিংয়ে উচ্ছ্বসিত এই কোচ। এই পাকিস্তানি অলরাউন্ডারের ২৫ বলে ৩৯ রানের উপর ভর করে আসরে নিজেদের প্রথম জয়টি পায় ভিক্টোরিয়ানস শিবির। আফ্রিদির এই দায়িত্বশীল ব্যাটিং অবাকই করেছে সালাউদ্দিনকে। তিনি বলেন, ‘আফ্রিদি এতোটা সেনসিবল খেলবে কখনোই ভাবিনি। আমার মনে হয় ও অনেক অভিজ্ঞ।’

এস/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh