• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বড় নাম নয় দলগত খেলায় বিশ্বাসী খুলনার অধিনায়ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ জানুয়ারি ২০১৯, ২০:০৫

রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংসের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরের। প্রথম জয়টি আসে ভাইকিংসদের।

দীর্ঘ ভ্রমণ ক্লান্তির জন্য প্রথম ম্যাচে মাঠে নামেনি রংপুরের ব্যাটিংয়ের ট্রাম কার্ড ক্রিস গেইল। তবে আগামীকাল রোববার দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয় এই দানবের সার্ভিস পাবে মাশরাফি বিন মুর্তজার দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানসের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এবারের আসরে বড় তারকার তকমা না থাকলেও ব্যালেন্স দল করেছে খুলনা। এমনটাই মনে করেন দলটির অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তার মতে সব বিভাগেই কার্যকর খেলোয়াড় আছে তার দলে। তবে মাঠের খেলাকে প্রাধান্য দিয়ে রিয়াদ বলেন, ‘ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভালো ক্রিকেটার আছে আমাদের দলে। আসলে সব অধিনায়কই বলবে তাদের দল সেরা। তবে মাঠে সেরাটা দিয়েই জিততে চাই।'

নিজের দলের বোলিং আক্রমণ নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অলরাউন্ডার। লাসিথ মালিঙ্গার অভিজ্ঞতা অনেক কাজে দিবে বলে মনে করেন রিয়াদ। ‘লেগ স্পিনার, বাঁহাতি স্পিনার রয়েছে আমাদের। এছাড়া লাসিথ মালিঙ্গা অনেক অভিজ্ঞ বোলার যা দলের জন্য কার্যকরী।’

বোলিংয়ের পাশাপাশি ভরসা রাখছেন দেশি-বিদেশি ব্যাটসম্যানদের উপর। ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান ও জিম্বাবুইয়ান ব্রেন্ডন টেইলরের দিকে তাকিয়ে থাকবে দক্ষিণাঞ্চলের দলটি।

পরপর তিনবার খুলনার অধিনায়ক হতে পেরে ফ্রাঞ্চাইজির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার।

বড় নামে বিশ্বাস না করে দলগত খেলাকে বেশি প্রাধান্য দিয়ে রিয়াদ বলেন, ‘গত দুই বছরও আমরা দল হিসেবে খেলতে চেষ্টা করেছি। বড় বড় সুপারস্টারের নাম থাকবেই। দিন শেষে একটি দল হয়ে খেলাটা গুরুত্বপূর্ণ।’

নিজেদের প্রথম ম্যাচে মাশরাফি, গেইলদের কিভাবে সামলাবেন তা জানা যাবে আগামীকাল রোববার বিকেল ৫.২০ মিনিটের ম্যাচে।

দেশি ক্রিকেটার

মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ আল আমিন, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জহুরুল ইসলাম অমি, জহির খান, শুভাশিষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন।

বিদেশি ক্রিকেটার

কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, সেলফেইন রাদারাফোর্ড, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেলর।

আরও পড়ুন :

এস/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh