• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মাঠে আমাকে ক্রিকেটার হিসেবেই দেখবেন: মাশরাফি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ জানুয়ারি ২০১৯, ১৮:৫৮

গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় পেয়ে মাশরাফি বিন মুর্তজার নামের সঙ্গে যোগ হয়েছে ‘এমপি’ পরিচয়ও। ৩১ ডিসেম্বর বিরতি দিয়ে ১ জানুয়ারি বিকেলে ফেরেন ঢাকায়। পরের দিন ২ জানুয়ারিতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ছুটে যান মিরপুর স্টেডিয়ামে।

তাকে এখন সামলাতে হচ্ছে দুই মাঠ। এক রাজনীতির মাঠ আর দুই ক্রিকেটের মাঠ। গতকাল ৩ জানুয়ারি জাতীয় সংসদে শপথ গ্রহণ শেষে যোগ দেন এবারের বিপিএলে তার দল রংপুর রাইডার্সের সঙ্গে।

গত ১১ নভেম্বর মনোনয়নপত্র নেয়ার পর থেকে টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে কম কথা হয়নি পক্ষে-বিপক্ষে। সবকিছু সামলে এবার মাঠে ফেরার পালা। আগামীকাল ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর।

গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের অধিনায়ক হয়ে এবারও খেলবেন মাশরাফি। গতবার চ্যাম্পিয়ন হওয়ায় এবার রংপুর রাইডার্স সমর্থকদের প্রত্যাশাও আকাশচুম্বী হওয়াটা স্বাভাবিক।