• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বছরের প্রথম ওয়ানডেতে কিউইদের জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জানুয়ারি ২০১৯, ১৬:৪৬

বছরের প্রথম ওয়ানডে ম্যাচটায় হলো রানের বন্যা। দুদলের রান হয়েছে ৬৯৭। হাই স্কোরিং এই ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে নিউজিল্যান্ড।

আজ বৃহস্পতিবার মাউন্ট মাঙ্গুইনে টস জিতে ব্যাটিং নেয় কিউইরা। ইনজুরি থেকে ফিরেই এদিন নিজের জাত চেনান মার্টিন গাপটিল। এই ডানহাতি ব্যাটসম্যানের ১৩৮ রান ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ৭৬ রানের উপর ভর করে শক্ত ভিত পায় স্বাগতিকরা। তবে শেষের কাজটা করেন আরেক ইনজুরি ফেরত ক্রিকেটার জেমি নিশাম। এই অলরাউন্ডারের ৬টি ছয়ের সাহায্যে ১৩ বলে ৪৭ রানের ক্যামিওতে ৩৭১ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। এদিন ৪৯তম ওভারে থিসারা পেরেরার বলে ৫ ছক্কা হাঁকিয়ে তুলে নেন ৩৪ রান।

৩৭২ রানের জবাবটা ভালোভাবেই দিচ্ছিল দুই লঙ্কান ওপেনার নিরোশান ডিকভেলা ও ধানুস্কা গুনাথিলাকা। এই দুই ওপেনারের ১১৯ রানের জুটি ভাঙে গুনাথিলাকার আউটের মধ্য দিয়ে। এরপর ডিকভেলা ৭৬ রানে ফিরে গেলে এক প্রান্ত আগলে রাখে কুশাল পেরেরা। এই বামহাতি ব্যাটসম্যানের ক্যারিয়ারের চতুর্থ শতকের পরেও শেষ পর্যন্ত ৩২৬ রানে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। পেরেরা খেলেন ৮৬ বলে ১০২ রানের ইনিংস।

বোলিংয়ে নিশাম ৩ উইকেট তুলে নিলেও দুর্দান্ত শতকের জন্য ম্যাচ সেরা হন গাপটিল।

বছরের প্রথম ওয়ানডেতে ৪৫ রানের জয় তুলে নিয়ে বিশ্বকাপের বছরটা মনের মতো করেই শুরু করলো ব্লাকক্যাপসরা।

আরও পড়ুন :

এস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত বাবর আজম
২০২৭ বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত
X
Fresh