• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিপিএল খেলতে নিজের 'দ্বিতীয় বাড়িতে' এসেছেন মালান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জানুয়ারি ২০১৯, ১৩:১০

বিপিএল খেলতে নিজের 'দ্বিতীয় বাড়িতে' এসেছেন মালান

ঘরোয়া ক্রিকেটের সৌজন্যে বাংলাদেশের দর্শকদের পরিচিত মুখ ডেভিড মালান। বিগত কয়েক বছর ধরেই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) নিয়মিত অংশ নিচ্ছেন ইংলিশ এই ব্যাটসম্যান। ২০১৩ মৌসুমে প্রথম বাংলাদেশে এসেছেন ঢাকার ক্লাব প্রাইম ধলেশ্বরের হয়ে খেলতে। খেলেছেন ২০১৫ এর মৌসুমেও।

২০১৬তে বিপিএলের চতুর্থ আসরে যোগ দেন বরিশাল বুলসের হয়ে। ব্যাট হাতে দারুণ কিছু ইনিংস খেলে পরের বছর জায়গা করে নেন খুলনা টাইটেনসে। ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ষষ্ঠ আসরেও খুলনার হয়ে মাঠ মাতাবেন বামহাতি এই ব্যাটসম্যান।

মাহমুদুল্লাহ রিয়াদের দলে অংশ নিতে আজ বৃহস্পতিবার ঢাকায় এসেছেন ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান। ঢাকায় পা রেখেই খুলনা টাইটাইনসের অফিসিয়াল পেজে এক ভিডিও বার্তায় আসন্ন বিপিএল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মালান।

ভিডিওটিতে দেখা যায়, হোটেলের লবিতে একজন তাকে জিজ্ঞেস করছে বাংলাদেশে প্রথমবার কিনা? ওই প্রশ্নের জবাবে মালান বাংলাদেশকে দ্বিতীয় নিজের বাড়ি বলে আখ্যা দিয়ে বলেন, ‘ডিপিএল ও বিপিএলের সৌজন্যে বাংলাদেশে অনেকবার আসার সুযোগ হয়েছে, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি।’

ভিডিও বার্তায় এই ইংলিশম্যান আরও বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত খুলনার হয়ে খেলতে পেরে, দারুণ একটি দল।’

মালান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে ৫ ম্যাচ খেলে ৫০.০০ গড়ে করেছেন ২৫০ রান।

বিপিএল ছাড়াও কাউন্টি ক্রিকেটে মিডলসেক্স ও পাকিস্তান সুপার লিগ (পিসিএলে) পেশওয়ার জালমির হয়ে খেলেছেন এই তারকা।

খুলনা টাইটানস

দেশি ক্রিকেটার
মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ আল আমিন, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জহুরুল ইসলাম অমি, জহির খান, শুভাশিষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন।

বিদেশি ক্রিকেটার
কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, সেলফেইন রাদারাফোর্ড, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেলর।

আরও পড়ুন :

  • আজ থেকে পাওয়া যাবে বিপিএলের টিকিট
  • বিপিএল খেলতে ঢাকায় সিলেট অধিনায়ক ওয়ার্নার

এস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
বিশ্বকাপে ফিরবেন কি না, জানালেন নারিন
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
বিশ্বকাপের ভাবনা থেকে বাদ পড়লেন যে দুই ওপেনার!
X
Fresh