• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আজ থেকে পাওয়া যাবে বিপিএলের টিকিট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জানুয়ারি ২০১৯, ১০:৪০

উন্মাদনা শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ষষ্ঠতম আসরের পর্দা উঠবে আগামী ৫ জানুয়ারিতে। এর আগে অনুশীলন শুরু করে দিয়েছে দলগুলো। আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররাও।

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারণ করে দিয়েছে বিপিএলের টিকিট মূল্য, কোথায় পাওয়া যাবে টিকিট। বিপিএল ষষ্ঠ আসরের টিকিট বিক্রি শুরু হবে আজ বৃহস্পতিবার থেকে।

টিকিট পাওয়া যাবে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত। শুরুতে গ্রুপ পর্বের টিকিট বিক্রি হবে তিন ধাপে। প্রথম ধাপের পর ২০ জানুয়ারি দ্বিতীয় ধাপের এবং ৩১ জানুয়ারি থেকে শেষ ধাপের টিকিট পাওয়া যাবে।

অনলাইনে টিকিট কেনা যাবে Shohoz.com ও Ucash এর মাধ্যমে। এছাড়াও কেনা যাবে টিকিট বুথ থেকে।