• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

আজ থেকে পাওয়া যাবে বিপিএলের টিকিট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জানুয়ারি ২০১৯, ১০:৪০

উন্মাদনা শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ষষ্ঠতম আসরের পর্দা উঠবে আগামী ৫ জানুয়ারিতে। এর আগে অনুশীলন শুরু করে দিয়েছে দলগুলো। আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররাও।

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারণ করে দিয়েছে বিপিএলের টিকিট মূল্য, কোথায় পাওয়া যাবে টিকিট। বিপিএল ষষ্ঠ আসরের টিকিট বিক্রি শুরু হবে আজ বৃহস্পতিবার থেকে।

টিকিট পাওয়া যাবে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত। শুরুতে গ্রুপ পর্বের টিকিট বিক্রি হবে তিন ধাপে। প্রথম ধাপের পর ২০ জানুয়ারি দ্বিতীয় ধাপের এবং ৩১ জানুয়ারি থেকে শেষ ধাপের টিকিট পাওয়া যাবে।

অনলাইনে টিকিট কেনা যাবে Shohoz.com ও Ucash এর মাধ্যমে। এছাড়াও কেনা যাবে টিকিট বুথ থেকে।

এছাড়াও পাওয়া যাবে মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম বুথ ও শের-ই-বাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন বুথে।

সিলেটে অনুষ্ঠিত ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অথবা সিলেট বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন বুথে।

চট্টগ্রাম পর্বের টিকিট পাওয়া যাবে এম আজিজ স্টেডিয়ামে এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টিকিট বুথে।

তিনটি ক্যাটাগরিতে বিক্রি হবে টিকিট। শেড ছাড়া দেয়া গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা, শেড দেয়া দেয়া গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা, ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ২০০০ টাকা।

এই মূল্য শুধু প্রাথমিক পর্বের জন্য। এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনালের টিকিটের মূল্য পরে জানানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন :

এস/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপের দেড় মাস আগে হতাশার গল্প শোনালেন শান্ত
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন নিয়ে যা জানালেন সুজন
২০২৭ বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত
চেন্নাইয়ের বিপক্ষে হেসে খেলে জয় পেলো হায়দ্রাবাদ
X
Fresh